সবাইকে শান্ত থাকতে বললেন মাশরাফি
নড়াইলে হরতাল পালিত হয়েছে কাল, আজ মানববন্ধন করার ঘোষণাও আছে। এদিকে মাশরাফি বিন মুর্তজার বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার ঘটনায় কাল প্রতিবাদ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও। ভক্ত-সমর্থকদের এসব কর্মসূচিকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখলেও মাশরাফির অনুরোধ, সবাই যেন শান্ত থাকে।
নড়াইল প্রতিনিধির পাঠানো খবর, পূর্ণ দিবস হরতাল ঘোষণা হলেও সুলতান মেলার কারণে পরে নড়াইলে হরতাল হয়েছে অর্ধদিবস। ভোর থেকেই শহরে খণ্ড খণ্ড মিছিল বের হয়। চলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ। বিক্ষোভকারীরা রাস্তায় দুটি ট্রাক ভাঙচুর করে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। স্থানীয় স্কুল-কলেজেও যেন অঘোষিত ছুটি ছিল এদিন। আইনজীবী সমিতি বর্জন করেছে আদালত।
ভক্তদের ভালোবাসার এই বহিঃপ্রকাশ দেখে মাশরাফি বলেছেন, ‘আমি তাদের কী বলব! সবাই আমাকে ভালোবাসে, পছন্দ করে—এটা জেনে ভালো লাগছে।’ তবে ভালোবাসাটা যেন ধ্বংসের দিকে না যায়, ভক্তদের সেই অনুরোধ করেছেন নড়াইল এক্সপ্রেস, ‘সবার কাছে আমার একটাই অনুরোধ, তারা যেন শান্ত থাকে। যেহেতু একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তাদের এ ধরনের কর্মসূচির কারণে যদি অপ্রীতিকর কিছু ঘটে যায়, সেটা খারাপই হবে।’
নড়াইল প্রতিনিধির পাঠানো খবর, পূর্ণ দিবস হরতাল ঘোষণা হলেও সুলতান মেলার কারণে পরে নড়াইলে হরতাল হয়েছে অর্ধদিবস। ভোর থেকেই শহরে খণ্ড খণ্ড মিছিল বের হয়। চলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ। বিক্ষোভকারীরা রাস্তায় দুটি ট্রাক ভাঙচুর করে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। স্থানীয় স্কুল-কলেজেও যেন অঘোষিত ছুটি ছিল এদিন। আইনজীবী সমিতি বর্জন করেছে আদালত।
ভক্তদের ভালোবাসার এই বহিঃপ্রকাশ দেখে মাশরাফি বলেছেন, ‘আমি তাদের কী বলব! সবাই আমাকে ভালোবাসে, পছন্দ করে—এটা জেনে ভালো লাগছে।’ তবে ভালোবাসাটা যেন ধ্বংসের দিকে না যায়, ভক্তদের সেই অনুরোধ করেছেন নড়াইল এক্সপ্রেস, ‘সবার কাছে আমার একটাই অনুরোধ, তারা যেন শান্ত থাকে। যেহেতু একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তাদের এ ধরনের কর্মসূচির কারণে যদি অপ্রীতিকর কিছু ঘটে যায়, সেটা খারাপই হবে।’
No comments