বনেধ অচল দার্জিলিং
গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে পশ্চিমবঙ্গের দার্জিলিং জনমুক্তি মোর্চার ডাকে দ্বিতীয় দফার টানা বনেধ অচল হয়ে পড়েছে দার্জিলিং। মঙ্গলবার থেকে বন্ধ্ শুরু হয়।
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চা তিন পর্যায়ে ২৭ দিনের দার্জিলিং বনেধর ডাক দেয়। দার্জিলিং জেলার তিনটি মহকুমা দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংজুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ের বন্ধ্। দ্বিতীয় পর্যায়ের বন্ধ্ শেষ হবে আগামী ২৫ জানুয়ারি। এরপর শেষ পর্যায়ের বন্ধ্ শুরু হবে ২৯ জানুয়ারি। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চা তিন পর্যায়ে ২৭ দিনের দার্জিলিং বনেধর ডাক দেয়। দার্জিলিং জেলার তিনটি মহকুমা দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংজুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ের বন্ধ্। দ্বিতীয় পর্যায়ের বন্ধ্ শেষ হবে আগামী ২৫ জানুয়ারি। এরপর শেষ পর্যায়ের বন্ধ্ শুরু হবে ২৯ জানুয়ারি। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
No comments