কংগ্রেস ১১৫টি আসন দাবি করতে যাচ্ছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ চূড়ান্ত না হলেও আগামী মে মাসেই তা অনুষ্ঠিত হবে। এতে ২৯৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। নয়টি বাম দলের সমন্বয়ে গড়া বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস জোটের মধ্যে মূল লড়াই হবে। নির্বাচনে জাতীয় কংগ্রেস ১১৫টি আসন দাবি করতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।বৃহস্পতিবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তরে রাজ্যের ১৭টি জেলার কংগ্রেস সভাপতিদের এক বৈঠক হয়। এতে অবশ্য রাজ্যে কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত মালদহ ও মুর্শিদাবাদের সভাপতিরা উপস্থিত ছিলেন না। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকাতেই নাকি এতে যোগ দেওয়া তাঁদের সম্ভব হয়নি বলে দলীয় সূত্রে জানা যায়।
বৈঠকে বিভিন্ন জেলার সভাপতিরা নিজ নিজ জেলার আসন দাবি করেন। এর মধ্যে কোচবিহারে-৪, দার্জিলিং-৩, জলপাইগুড়ি-৭, মালদহ-১২, উত্তর দিনাজপুর-৮, কলকাতা-১, দক্ষিণ ২৪ পরগনা-১, বর্ধমান-৮, পূর্বমেদিনীপুর-৩, পশ্চিম মেদিনীপুর-৮, হুগলি-৪, বাঁকুরা-৫, পুরুলিয়া-৬, নদীয়া-৬, হাওড়া-৬ এবং উত্তর ২৪ পরগনা জেলার ১১টি আসন রয়েছে। মালদহের ১২টি এবং মুর্শিদাবাদের ২২টি আসন অবশ্য আগেই দাবি করেছেন কংগ্রেসের জেলা সভাপতিরা। সব মিলিয়ে তাঁদের দাবি ১১৫টি আসন। তৃণমূল কংগ্রেস এই দাবি মানবে কি না তা নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে সংশয় রয়েছে।
বৈঠকে বিভিন্ন জেলার সভাপতিরা নিজ নিজ জেলার আসন দাবি করেন। এর মধ্যে কোচবিহারে-৪, দার্জিলিং-৩, জলপাইগুড়ি-৭, মালদহ-১২, উত্তর দিনাজপুর-৮, কলকাতা-১, দক্ষিণ ২৪ পরগনা-১, বর্ধমান-৮, পূর্বমেদিনীপুর-৩, পশ্চিম মেদিনীপুর-৮, হুগলি-৪, বাঁকুরা-৫, পুরুলিয়া-৬, নদীয়া-৬, হাওড়া-৬ এবং উত্তর ২৪ পরগনা জেলার ১১টি আসন রয়েছে। মালদহের ১২টি এবং মুর্শিদাবাদের ২২টি আসন অবশ্য আগেই দাবি করেছেন কংগ্রেসের জেলা সভাপতিরা। সব মিলিয়ে তাঁদের দাবি ১১৫টি আসন। তৃণমূল কংগ্রেস এই দাবি মানবে কি না তা নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে সংশয় রয়েছে।
No comments