কমন্স সভায় মিউজিক্যাল টাই বিড়ম্বনা
বক্তৃতা করার সময় টাইয়ের ভেতর থেকে গান বেজে ওঠায় সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের এক পার্লামেন্ট সদস্য। গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বক্তৃতা করছিলেন নাদিম জাওয়াবি। বক্তৃতার মাঝপথে হঠাৎ তাঁর গলায় ঝোলানো লাল টাইটি (মিউজিক্যাল টাই) থেকে গান বেজে ওঠে। এতে পার্লামেন্টের সদস্যরা হকচকিত হয়ে যান। সবাই শব্দের উৎস খুঁজতে থাকেন। অবস্থা বেগতিক দেখে নাদিম দ্রুত মিউজিক্যাল টাইটির সুইচ বন্ধ করে দেন। এর পর তিনি সতীর্থদের কাছে ক্ষমা চান এবং বলেন, ক্যানসারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি এই টাইটি ব্যবহার করতেন। কিন্তু বক্তৃতার সময় এটি এভাবে বেজে উঠবে, তা বুঝতে পারেননি।
এ ব্যাপারে পার্লামেন্টের ডেপুটি স্পিকার ডন প্রিমারোলো বলেন, সম্মানিত সদস্য ভবিষ্যতে এ ধরনের টাই নিয়ে পার্লামেন্টে আসবেন না বলে তিনি আশা করছেন।
এ ব্যাপারে পার্লামেন্টের ডেপুটি স্পিকার ডন প্রিমারোলো বলেন, সম্মানিত সদস্য ভবিষ্যতে এ ধরনের টাই নিয়ে পার্লামেন্টে আসবেন না বলে তিনি আশা করছেন।
No comments