গুগলের নতুন প্রধান নির্বাহী ল্যারি পেজ

জনপ্রিয় সার্চইঞ্জিন গুগলের প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তিনি এরিক স্মিডের স্থলাভিষিক্ত হবেন।
প্রায় এক দশক ধরে গুগলের প্রধান নির্বাহী এরিক প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন। গুগল জানিয়েছে, এরিক প্রতিষ্ঠানটির বিভিন্ন চুক্তি, অংশীদারিত্ব, ব্যবহারকারী এবং বড় ধরনের ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে কাজ করবেন।
গুগলের জন্য সবচেয়ে ভালো সংবাদ হলো মুনাফা বৃদ্ধি। গত তিন মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফা এসেছে ২৫৪ কোটি ডলার।
তবে বিনিয়োগকারীরা যখন গুগলের জন্য একজন অভিজ্ঞ ব্যবসায়িক নেতা আশা করছে, তখন ৫৫ বছরের এরিকের পরিবর্তে ৩৭ বছরের পেজকে নিয়োগ দেওয়া হলো।
এরিক এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে বলছি, নেতৃত্ব দেওয়ার জন্য ল্যারি প্রস্তুত। ল্যারি এবং গুগলের আরেক সহযোগী প্রতিষ্ঠাতা ব্রিনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আমি খুবই আনন্দিত।’

No comments

Powered by Blogger.