ব্রিটেনে হিটলারের অপ্রকাশিত ৬০০ ছবি নিলামে বিক্রি
ব্রিটেনে জার্মান নেতা অ্যাডলফ হিটলারের অপ্রকাশিত কিছু ছবির একটি সংগ্রহ নিলামে, ৩০ হাজার পাউন্ড বা ৪৭ হাজার ৯০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। সংগ্রহের মধ্যে ইতালির ফ্যাসিবাদী নেতা বেনিতো মুসোলিনির সঙ্গে বৈঠকরত একটি ছবিও আছে। এক নিলামকারী গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসি পার্টি ক্ষমতা নেওয়ার সময় হিটলারের ব্যক্তিগত আলোকচিত্রী হেনরিক হোলফম্যানের তোলা ছবির সংগ্রহশালা থেকে ৬০০ ছবি ও ৮০০ নেগেটিভ নিলামে তোলা হয়। ছবিগুলো এত দিন ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল।
নর্থ হ্যাম্পশায়ারের সবচেয়ে পুরোনো শহর টস্টারের নিলামকারী জোনাথন হামবার্ট। তিনি বলেন, ছবিগুলোর মধ্যে নুরেমবার্গে এসএস কর্মকর্তাদের প্রশিক্ষণ স্কুলের একটি শোভাযাত্রায় নিজ গাড়িতে চড়ে হিটলারের নাৎসি কায়দায় স্যালুট দেওয়ার একটি ছবি ছিল।
১৯৩৬ সালে মিউনিখে অলিম্পিক অনুষ্ঠানে ইতালির নেতা মুসোলিনির সঙ্গে হিটলারের বৈঠকের একটি ছবিও বিক্রি হয়েছে।
হামবার্ট বলেন, ‘আলোকচিত্রের প্রতি, এমনকি জার্মানির কোনো নেতার ছবির প্রতি আমাদের এত আগ্রহ, আমাকে বিস্মিত করেছে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসি পার্টি ক্ষমতা নেওয়ার সময় হিটলারের ব্যক্তিগত আলোকচিত্রী হেনরিক হোলফম্যানের তোলা ছবির সংগ্রহশালা থেকে ৬০০ ছবি ও ৮০০ নেগেটিভ নিলামে তোলা হয়। ছবিগুলো এত দিন ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল।
নর্থ হ্যাম্পশায়ারের সবচেয়ে পুরোনো শহর টস্টারের নিলামকারী জোনাথন হামবার্ট। তিনি বলেন, ছবিগুলোর মধ্যে নুরেমবার্গে এসএস কর্মকর্তাদের প্রশিক্ষণ স্কুলের একটি শোভাযাত্রায় নিজ গাড়িতে চড়ে হিটলারের নাৎসি কায়দায় স্যালুট দেওয়ার একটি ছবি ছিল।
১৯৩৬ সালে মিউনিখে অলিম্পিক অনুষ্ঠানে ইতালির নেতা মুসোলিনির সঙ্গে হিটলারের বৈঠকের একটি ছবিও বিক্রি হয়েছে।
হামবার্ট বলেন, ‘আলোকচিত্রের প্রতি, এমনকি জার্মানির কোনো নেতার ছবির প্রতি আমাদের এত আগ্রহ, আমাকে বিস্মিত করেছে।’
হেনরিক হোলফম্যান ১৯২০ সালে নাৎসি পার্টিতে যোগ দেন। হিটলার নিজে হোলফম্যানকে তাঁর আলোকচিত্রী নিয়োগ দেন। মার্কিন বাহিনী ১৯৪৫ সালে তাঁকে গ্রেপ্তার করে চার বছরের কারাদণ্ড দেয়। ১৯৫৭ সালে হোলফম্যানের মৃত্যু হয়।
No comments