তিনে ডিওএইচএস চারে গাজী

সুপার লিগের ছয় দল এক রকম ঠিকই হয়ে ছিল। দু-একটা জায়গায় শুধু স্থান নির্ধারণী ব্যাপার ছিল। কাল লিগ পর্বের শেষ তিনটি ম্যাচও হয়ে যাওয়ার পর শীর্ষ ছয় দলের লাইনআপটা এখন পরিষ্কার—আবাহনী, মোহামেডান, ওল্ড ডিওএইচএস, গাজী ট্যাংক, সিসিএস ও বিমান।
ওপরের দুটি জায়গা আবাহনী-মোহামেডান নিয়ে নিয়েছিল আগেই। কাল লিগের তিন ম্যাচের দুটি হয়ে দাঁড়িয়েছিল পয়েন্ট টেবিলের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ। বিকেএসপিতে ওরিয়েন্টকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থানে নাম লিখিয়েছে ওল্ড ডিওএইচএস। তিন নম্বর হওয়ার দৌড়ে তাদের প্রতিদ্বন্দ্বী গাজী ট্যাংক কাল সিসিএসকে ১ উইকেটে হারানোয় দুই দলের পয়েন্টই এখন ১৬ করে। তবে মুখোমুখি লড়াইয়ে গাজীকে হারানোর সুবাদে এগিয়ে আছে ওল্ড ডিওএইচএস। সিসিএস, বিমানের সমান ১২ পয়েন্ট নিয়েও ঠিক এ কারণেই সুপার লিগে ওঠা হয়নি কলাবাগানের। কাল দিনের অন্য ম্যাচে বিকেএসপিকে ৩ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া। পয়েন্ট টেবিলের শেষ দুই দল ওরিয়েন্ট আর প্রাইম দোলেশ্বরের সঙ্গে রেলিগেশন লিগ খেলবে বিকেএসপি। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা সুপার লিগ ও রেলিগেশন লিগ।
ফতুল্লা স্টেডিয়ামে দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে সিসিএসকে মাত্র ১ উইকেটে হারিয়েছে গাজী ট্যাংক। সিসিএসের ১৭৪ রানের জবাবে ৪৬.৩ ওভারে ম্যাচ জিতলেও ৯ উইকেট পড়ে গিয়েছিল গাজীর। গাজীর পক্ষে আগের দিন বিশ্বকাপ দলে ডাক পাওয়া শাহরিয়ার নাফীস ৪৮ রান করলেও ব্যাটিং বিপর্যয়ে পড়া গাজী একটা সময়ে পরাজয়ের ঘণ্টাধ্বনিই শুনতে পাচ্ছিল। ১০১ রানে ৬ উইকেট পড়ার পর দলকে জয়ের পথ দেখিয়েছে মূলত আলী আজমত ও নাসির হোসেনের ৪৩ রানের সপ্তম উইকেট জুটি।
গাজীর মাত্র ১ উইকেটে জেতার দিনে ওল্ড ডিওএইচএস পেয়েছে ১২৪ রানের বিশাল জয়। মিডল অর্ডারে তানভিরের ৮১ ও ফরহাদ রেজার ৪৮ রানের সৌজন্যে ৭ উইকেটে ২৩৬ রান করেছিল ওল্ড ডিওএইচএস। ১১০ রানে ৫ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে ১১৬ রানের জুটি গড়ে এই দুজনই দলকে দিয়েছেন লড়ার মতো স্কোর। জবাবে ওরিয়েন্ট অলআউট মাত্র ১১২ রানে।
বিকেএসপিতে ‘স্বাগতিক’ বিকেএসপি ১৮৪ রানে অলআউট হয়েও ভিক্টোরিয়ার বিপক্ষে লড়াই খারাপ করেনি। ভিক্টোরিয়া ৩ উইকেটের জয় পেয়েছে মাত্র ১ ওভার বাকি থাকতে।
কলাবাগান আর সূর্যতরুণের সঙ্গে ভিক্টোরিয়াও এবার থেকে গেল মাঝামাঝি। সুপার লিগ খেলা হবে না, রেলিগেশন লিগও খেলতে হবে না।

No comments

Powered by Blogger.