যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি পাননি সেই যাজক

পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘোষণা দিয়ে বিতর্কিত হওয়া মার্কিন যাজক টেরি জোনসকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ সরকার যেকোনো উগ্র বা চরমপন্থী আচরণের বিপক্ষে। জনস্বার্থের কথা বিবেচনা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউইয়র্কের বিশ্ববাণিজ্যকেন্দ্রে সন্ত্রাসী হামলার বার্ষিকীতে গত বছরের ১১ সেপ্টেম্বর কোরআন শরিফ পোড়ানোর ঘোষণা দেন যাজক জোনস। তাঁর ওই ঘোষণা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। এর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। তিনি সম্প্রতি ডানপন্থী সংগঠন ‘ইংল্যান্ড ইজ আওয়ারস’-এর আমন্ত্রণে যুক্তরাজ্য সফরের পরিকল্পনা করেছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘যুক্তরাজ্যে আসা একটি সুবিধা। কিন্তু এটি কোনো অধিকার নয়। জনগণের জন্য মঙ্গলজনক নয়, এমন কোনো কাজে এখানে কেউ আসুন, তা আমরা চাই না।’

No comments

Powered by Blogger.