ইন্টারনেট সংযোগ পেলেন সু চি

অবশেষে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি। তাঁর নিরাপত্তাপ্রধান গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।
মাস দুই আগে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত টানা সাত বছর বন্দী জীবন কাটিয়েছেন শান্তিতে নোবেলজয়ী সু চি। ওই সময় তিনি ইন্টারনেট বা টেলিফোন ব্যবহারের কোনো সুযোগ পাননি।
গত নভেম্বরে মুক্তি পাওয়ার পর ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেন সু চি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ইয়াঙ্গুনের লেক সাইডে তাঁর বাড়িতে সংযোগ দেওয়ার অনুমতি দেয় জান্তা সরকার।
সু চির নিরাপত্তাপ্রধান উইন হেতেইন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইন্টারনেটের সংযোগ পেয়ে সু চি খুশি। নিজের লোকজন ও সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য তিনি এ প্রযুক্তি ব্যবহার করতে চান। তবে শারীরিকভাবে সুস্থ না থাকায় তিনি এখনো ইন্টারনেটের ব্যবহার শুরু করেননি।
ধারণা করা হয়, এখন পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা সু চির নেই।

No comments

Powered by Blogger.