দেশে এনে মোশাররফের বিচার করার আহ্বান নওয়াজ শরিফের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা নওয়াজ শরিফ বিশ্বাসঘাতকতার অভিযোগে সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিচার দাবি করেছেন। মোশাররফকে সবচেয়ে দুর্নীতিবাজ শাসক বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে তাঁকে দেশে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করাতে ইন্টারপোলের সহায়তা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শরিফ।
গতকাল বুধবার মোশাররফের বিরুদ্ধে নওয়াজ শরিফ বেশ কয়েকটি অভিযোগ তুলে বলেন, পাকিস্তানের সবচেয়ে দুর্নীতিবাজ, বিবেকহীন, নীতিবর্জিত ও নির্মম শাসক ছিলেন মোশাররফ। ১১ বছর আগে রক্তপাতহীন অভ্যুত্থানের ঘটনায় ক্ষমতাচ্যুত হন শরিফ এবং মোশাররফ ক্ষমতা নেন। নতুন দলের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে মোশাররফ যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, এ সময় তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তুললেন শরিফ। তাঁর দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মোশাররফ যেসব অপকর্ম করেছেন, এর মধ্যে রয়েছে সামরিক আইন জারি, কারগিল অভিযান, বালুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর বুগাতিকে হত্যা ও ইসলামাবাদে লাল মসজিদ হত্যাকাণ্ড।
গতকাল বুধবার মোশাররফের বিরুদ্ধে নওয়াজ শরিফ বেশ কয়েকটি অভিযোগ তুলে বলেন, পাকিস্তানের সবচেয়ে দুর্নীতিবাজ, বিবেকহীন, নীতিবর্জিত ও নির্মম শাসক ছিলেন মোশাররফ। ১১ বছর আগে রক্তপাতহীন অভ্যুত্থানের ঘটনায় ক্ষমতাচ্যুত হন শরিফ এবং মোশাররফ ক্ষমতা নেন। নতুন দলের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে মোশাররফ যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, এ সময় তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তুললেন শরিফ। তাঁর দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মোশাররফ যেসব অপকর্ম করেছেন, এর মধ্যে রয়েছে সামরিক আইন জারি, কারগিল অভিযান, বালুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর বুগাতিকে হত্যা ও ইসলামাবাদে লাল মসজিদ হত্যাকাণ্ড।
No comments