টেন্ডুলকারই সর্বকালের সেরা
সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? স্যার ডন ব্র্যাডম্যান নাকি শচীন টেন্ডুলকার? কিছুদিন আগে আরও কয়েকটি নাম ছিল। কিন্তু সবাইকে পেছনে ফেলে বিতর্কটা এখন ডনের সঙ্গে কেবল টেন্ডুলকারেরই। এবার বুঝি স্যার ডনের নামটি আসলেই পেছনে পড়তে শুরু করল। অস্ট্রেলিয়ানরাই যে নির্বাচন করে ফেলল—শচীন টেন্ডুলকারই সর্বকালের সেরা! ব্যাঙ্গালোর টেস্টে টেন্ডুলকারের ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করার পর পরই ‘শচীন টেন্ডুলকারই কি সর্বকালের সেরা ব্যাটসম্যান?’ এই প্রশ্ন ছুড়ে দিয়ে জনমত জরিপে নামে অস্ট্রেলিয়ার জনপ্রিয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড। ব্র্যাডম্যানের দেশের পত্রিকার জরিপ উপহার দিয়েছে বিস্ময়। অনলাইনে অংশ নেয় ১৪৬০০ জন, ৮৪ শতাংশ ভোট পড়েছে ‘হ্যাঁ’ বাক্সে। মানে টেন্ডুলকারকে সেরা মেনে নিয়েছেন ৮৪ শতাংশ ভোটার। মাত্র ১৬ শতাংশ ভোট গেছে টেন্ডুলকারের বিপক্ষে! ওয়েবসাইট।
নিন্দুকেরা অবশ্য বসে নেই। তারা চটজলদি খুঁজে বের করেছে একটা খুঁত। তাদের কথা, জরিপে অস্ট্রেলিয়ায় অবস্থানরত অনেক ভারতীয় ভোটার টেন্ডুলকারের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু এটি ধরে নিলেও এও সত্য, উল্লেখসংখ্যক অস্ট্রেলিয়ানের কাছে টেন্ডুলকারই সেরা।
নিন্দুকেরা অবশ্য বসে নেই। তারা চটজলদি খুঁজে বের করেছে একটা খুঁত। তাদের কথা, জরিপে অস্ট্রেলিয়ায় অবস্থানরত অনেক ভারতীয় ভোটার টেন্ডুলকারের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু এটি ধরে নিলেও এও সত্য, উল্লেখসংখ্যক অস্ট্রেলিয়ানের কাছে টেন্ডুলকারই সেরা।
No comments