থাইল্যান্ডে ১৫ পাকিস্তানি আটক
সন্দেহজনক তহবিল সংগ্রহের কাজে জড়িত থাকার অভিযোগে থাইল্যান্ডের পুলিশ গতকাল বুধবার পাকিস্তানের ১৫ জন নাগরিককে আটক করেছে। সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের কোনো যোগসূত্র আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পিয়ান্ত চালর্মশ্রী জানান, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইয়ালা থেকে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত এক পাকিস্তানি নাগরিকের কাছে ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানোর চেষ্টা করছিল। তবে এখনো তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোন সংগঠনের কাছে অর্থ পাঠানো হচ্ছিল, সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি ওই কর্মকর্তা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধভাবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। অবশ্য পুলিশের কাছে তারা জানিয়েছে, পাকিস্তানের বন্যাদুর্গত লোকজনের সাহায্য করতে তারা ওই তহবিল সংগ্রহের জন্য মাঠে নামে। তাদের ইয়ালার একটি কারাগারে রাখা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পিয়ান্ত চালর্মশ্রী জানান, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইয়ালা থেকে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত এক পাকিস্তানি নাগরিকের কাছে ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানোর চেষ্টা করছিল। তবে এখনো তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোন সংগঠনের কাছে অর্থ পাঠানো হচ্ছিল, সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি ওই কর্মকর্তা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধভাবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। অবশ্য পুলিশের কাছে তারা জানিয়েছে, পাকিস্তানের বন্যাদুর্গত লোকজনের সাহায্য করতে তারা ওই তহবিল সংগ্রহের জন্য মাঠে নামে। তাদের ইয়ালার একটি কারাগারে রাখা হয়েছে।
No comments