মেক্সিকো উপসাগরে তেলকূপ খননের নিষেধাজ্ঞা প্রত্যাহার
মেক্সিকো উপসাগরে তেলকূপ খননের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কেন সালাজার জানিয়েছেন, কূপ খননের জন্য নতুন নিরাপত্তা শর্ত আরোপ করা হয়েছে।
সালাজার এবং উপকূলে কূপ খননে মার্কিন সরকারের নতুন কর্মকর্তা মাইকেল ব্রোমউইচ গত মঙ্গলবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। তাঁরা জানান, উপকূল থেকে তেল উত্তোলনের ক্ষেত্রে আগামী দিনে যাতে কোনো ভয়াবহ বিপর্যয় না ঘটে, সে জন্য নতুন নিয়ম-নীতি চালু করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘আমি মনে করি, খুব শিগগির এ কাজ শেষ করা যাবে। নতুন নীতিমালায় মার্কিন সরকার এবং জনগণের মধ্যে এ আস্থা সৃষ্টি করা হবে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সে দায় কোম্পানির কাঁধেই পড়বে এবং তা মোকাবিলা করার মতো সক্ষমতা তাদের আছে।’
গত এপ্রিল মাসে মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়াম পরিচালিত একটি তেলক্ষেত্রের রিগে বিস্ফোরণের পর ওই এলাকায় ছয় মাসের জন্য কূপ খননের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সালাজার এবং উপকূলে কূপ খননে মার্কিন সরকারের নতুন কর্মকর্তা মাইকেল ব্রোমউইচ গত মঙ্গলবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। তাঁরা জানান, উপকূল থেকে তেল উত্তোলনের ক্ষেত্রে আগামী দিনে যাতে কোনো ভয়াবহ বিপর্যয় না ঘটে, সে জন্য নতুন নিয়ম-নীতি চালু করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘আমি মনে করি, খুব শিগগির এ কাজ শেষ করা যাবে। নতুন নীতিমালায় মার্কিন সরকার এবং জনগণের মধ্যে এ আস্থা সৃষ্টি করা হবে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সে দায় কোম্পানির কাঁধেই পড়বে এবং তা মোকাবিলা করার মতো সক্ষমতা তাদের আছে।’
গত এপ্রিল মাসে মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়াম পরিচালিত একটি তেলক্ষেত্রের রিগে বিস্ফোরণের পর ওই এলাকায় ছয় মাসের জন্য কূপ খননের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
No comments