শ্যুটিংয়ের অর্ধেক পদকই ভারতের
১৫ সোনা, ১১ রুপা, ৪ ব্রোঞ্জ—কমনওয়েলথ গেমস শ্যুটিংয়ে ৫৪টি পদকের ৩০টিই জিতে নিয়েছে ভারত!
ভারতীয় শ্যুটিংয়ের অগ্রযাত্রার এটিই বড় প্রমাণ। ভিত্তিটা তৈরি করেন হাঙ্গেরিয়ান কোচ ওজিল। ৮ বছরে স্থানীয় অনেক কোচও তৈরি হয়েছে তাঁর হাতে। সেই ওজিল এখন ইরানের কোচ। বাংলাদেশ দলের সবার মুখে আফসোস, ‘ওজিলের মতো এমন একজন কোচ যদি আমরা পেতাম!’
গত আসরের শ্যুটিংয়ে মোট সোনা ছিল ২৭টি, ভারত জিতেছে ১৬টি। এবার তিনটি ইভেন্ট বেড়েছে, একটি সোনা কম পেয়েছে ভারত। তবে মোট পদকের হিসাবে কমনওয়েলথ গেমসে এটিই ভারতের সবচেয়ে বড় সাফল্য।
তৃপ্ত সানি টমাস। ১৭ বছর ধরে ভারতীয় শ্যুটিং দলের এই কোচ অবসরে যাচ্ছেন শিগগিরই। কাল বলছিলেন, ‘সামগ্রিকভাবে ভালো ফল করেছি আমরা। আগামী কয়েক বছরে প্রতিটি ইভেন্টেই আমাদের বিশ্বমানের শ্যুটার বের হবে।’
অভিনব বিন্দ্রা, গগন নারাংরা বিশ্বমানে পৌঁছেছেন আগেই। ১৯তম কমনওয়েলথ গেমসে সবচেয়ে বেশি সোনা (৪টি) জিতে সেই মর্যাদাও রাখলেন গগন। পিস্তল শ্যুটার বিজয় কুমার ও ওঙ্কার সিং জিতেছেন তিনটি করে। শ্যুটিং রেঞ্জে ভারতীয়দেরই জয়জয়কার।
হবে না-ই বা কেন? সাফল্য নিশ্চিত জেনেও ভারতীয় শ্যুটিং ফেডারেশন পদকজয়ীদের জন্য ২০-১০-৫ লাখ রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছে। শ্যুটিংয়ের উন্নয়নে ভারতের আন্তরিক চেষ্টার এটি আরেকটি উদাহরণ।
ভারতীয় শ্যুটিংয়ের অগ্রযাত্রার এটিই বড় প্রমাণ। ভিত্তিটা তৈরি করেন হাঙ্গেরিয়ান কোচ ওজিল। ৮ বছরে স্থানীয় অনেক কোচও তৈরি হয়েছে তাঁর হাতে। সেই ওজিল এখন ইরানের কোচ। বাংলাদেশ দলের সবার মুখে আফসোস, ‘ওজিলের মতো এমন একজন কোচ যদি আমরা পেতাম!’
গত আসরের শ্যুটিংয়ে মোট সোনা ছিল ২৭টি, ভারত জিতেছে ১৬টি। এবার তিনটি ইভেন্ট বেড়েছে, একটি সোনা কম পেয়েছে ভারত। তবে মোট পদকের হিসাবে কমনওয়েলথ গেমসে এটিই ভারতের সবচেয়ে বড় সাফল্য।
তৃপ্ত সানি টমাস। ১৭ বছর ধরে ভারতীয় শ্যুটিং দলের এই কোচ অবসরে যাচ্ছেন শিগগিরই। কাল বলছিলেন, ‘সামগ্রিকভাবে ভালো ফল করেছি আমরা। আগামী কয়েক বছরে প্রতিটি ইভেন্টেই আমাদের বিশ্বমানের শ্যুটার বের হবে।’
অভিনব বিন্দ্রা, গগন নারাংরা বিশ্বমানে পৌঁছেছেন আগেই। ১৯তম কমনওয়েলথ গেমসে সবচেয়ে বেশি সোনা (৪টি) জিতে সেই মর্যাদাও রাখলেন গগন। পিস্তল শ্যুটার বিজয় কুমার ও ওঙ্কার সিং জিতেছেন তিনটি করে। শ্যুটিং রেঞ্জে ভারতীয়দেরই জয়জয়কার।
হবে না-ই বা কেন? সাফল্য নিশ্চিত জেনেও ভারতীয় শ্যুটিং ফেডারেশন পদকজয়ীদের জন্য ২০-১০-৫ লাখ রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছে। শ্যুটিংয়ের উন্নয়নে ভারতের আন্তরিক চেষ্টার এটি আরেকটি উদাহরণ।
No comments