শেখ রাসেলের শিরোপা
ঢাকা মহানগরী টেবিল টেনিস লিগে সিনিয়র ডিভিশনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে শেষ ম্যাচে শেখ রাসেল কাল ৩-০ সেটে হারায় শিশিরণ একাডেমিকে। মহিলা লিগে চ্যাম্পিয়ন হয়েছে বিমান। লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে বিমান ৩-১ সেটে হারিয়েছে আবাহনীকে। প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মোলার টিটি। এবার সিনিয়র ডিভিশনে ১০টি, প্রথম বিভাগে ১৭টি ও মহিলা লিগে ৭টি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি আবদুল করিম।
No comments