রোদে পুড়বে না ত্বক by আনিকা আলম
গ্রীষ্মের
দাবদাহ এখন চারদিকে। বাড়ছে রোদের প্রকোপ। এ সময় রোদের তাপে ত্বক পুড়ে
কালচে হয়ে যায়। বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে অবশ্যই।
সঙ্গে রাখা চাই ছাতাও। তারপরেও ত্বক রোদে পুড়ে গেলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে
পারেন ত্বকের।
![]() |
গোলাপজল ব্যবহার করতে পারেন রোদে পোড়া ত্বকের যত্নে |
- গোসল করার সময় কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন পানিতে। সানবার্ন কমে যাবে।
- চায়ের লিকার ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা লিকারে তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন। রোদে পোড়া ত্বকের ওপর তোয়ালে দিয়ে রেখে দিন ৩০ মিনিট। কমে যাবে রোদে পোড়া দাগ।
- রোদে পোড়া ত্বকে সরিষার তেল মেখে নিন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। কমে যাবে ত্বকের কালচে দাগ।
- আলুর রস দূর করতে পারে ত্বকের রোদে পোড়া দাগ। রাতে ঘুমানোর আগে আলু টুকরো করে ত্বকে ঘষুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। সরাসরি আলুর রস লাগালেও উপকার পাবেন দ্রুত।
- অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগান। রাতে লাগিয়ে পরদিন সকালে ধুয়ে ফেলুন। কমে যাবে সানবার্ন।
- শসা টুকরো করে ঘষুন ত্বকে। দূর হবে রোদে পোড়া কালচে দাগ।
তথ্য: বোল্ডস্কাই
No comments