ভারতে ডাক বিভাগে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের বঞ্চনার অভিযোগ

ভারতের কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগ ‘গ্রামীণ ডাক
সেবক’ নিয়োগের ক্ষেত্রে ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ’ থেকে দশম
শ্রেণি পাস ছাত্র-ছাত্রীদের বঞ্চিত করেছে বলেছে স্টুডেন্টস ইসলামিক
অর্গানাইজেশন (এসআইও) অভিযোগ করেছে।
সংগঠনটির পক্ষ
থেকে আজ (বৃহস্পতিবার) কোলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে
রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। অন্যথায় আদালতে মামলা
করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এসআইও’র রাজ্য জনসংযোগ
বিভাগের সম্পাদক সুজাউদ্দিন আহমেদের পক্ষ থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষাপর্ষদের ছাত্র-ছাত্রীরা ডাক সেবক পদের জন্য
আবেদন করলেও ডাক বিভাগের নয়া বিজ্ঞপ্তিতে মাদ্রাসা বোর্ডকে রাখা হয়নি।
এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষাপর্ষদ থেকে দশম শ্রেণি উত্তীর্ণদের শংসাপত্রকে
মান্যতা দেয়া হচ্ছে না।
এস আইও’র রাজ্য সভাপতি ওসমান গনি বলেন,
‘কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের
অনুমোদনপ্রাপ্ত সকল বোর্ড গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু এক্ষেত্রে সংশোধনী
বিজ্ঞপ্তিতে মাদ্রাসা বোর্ডের শংসাপত্রকে মান্যতা দেয়া হয়নি। সেজন্য,
আমাদের দাবি, রাজ্য সরকার মাদ্রাসা বোর্ডের অনুমোদনের ব্যাপারে তাদের
অবস্থান স্পষ্ট করুক।’
এসআইও’র রাজ্য সম্পাদক
ইমাম হোসেন বলেন, ‘মাদ্রাসা ছাত্রদের বঞ্চনার মধ্যে আমরা স্পষ্ট ষড়যন্ত্র
দেখতে পাচ্ছি। এরফলে হাজার হাজার শিক্ষার্থীকে প্রতারণা করা হয়েছে।’
এসআইও’র রাজ্য সংগঠন সম্পাদক খালিদ আলী বলেন, ছাত্র-ছাত্রীদের স্বার্থে প্রয়োজনে আমরা উচ্চপর্যায়ে মামলা করব।
সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান
প্রসঙ্গত, একই ইস্যুতে গত ৮ মে সারা বাংলা
সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ দফতর ঘেরাও
করে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পর্ষদ সভাপতিকে স্মারকলিপি দেয়া হয়।
সমস্যা সমাধানে মাদ্রাসা শিক্ষাপর্ষদকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ডাক সেবক
বিভাগে যাতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারে তার দাবি জানানো
হয়েছে।
No comments