মূল পরিকল্পনাকারী হেলালের ফের রিমান্ড
রাজধানীর
বনানীতে ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সী হত্যার মূল পরিকল্পনাকারী হেলাল
উদ্দিনকে অস্ত্র মামলায় ফের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার আসামির
রিমান্ডের এ আদেশ দেন।
আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলেও
আদালত তা নাকচ করেন। এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর অস্ত্র মামলায় আসামি
হেলাল উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরও আগে ৫ ডিসেম্বর
রাতে রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা
মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা
হয়। আদালত সূত্র জানায়, চলতি বছরের ১৪ নভেম্বর রাতে এমএস মুন্সী ওভারসিজ
নামে রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিক হোসেন মুন্সীকে (৫০) গুলি করে হত্যা
করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাও গুলিবিদ্ধ হন।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী জোৎস্না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি
করে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেন। পুলিশের কাউন্টার টেরোরিজম
অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোর শীল
মামলাটি তদন্ত করছেন।
No comments