নোবেলে পুরুষদের আধিপত্য
সুইডেনের
রাজধানী স্টকহোমে আজ রোববার ২০১৭ সালের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে
দেয়া হবে। সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাভের কাছ থেকে পুরস্কার ও মেডেল
গ্রহণ করবেন বিজয়ীরা। এ বছরের নোবেল বিজয়ীর তালিকায় নেই কোনো নারীর নাম।
এমনকি ১৯০১ সাল থেকে শুরু হওয়া এ সর্বোচ্চ সম্মাননায় নারীদের অর্জন খুবই
সীমিত। খবর দ্য গার্ডিয়ান ও এএফপির। বিজয়ীদের মাঝে পুরস্কারের অর্থমূল্য
হিসেবে ৯০ লাখ ক্রোনা বা ১১ লাখ ডলার তুলে দেয়া হবে। একক ব্যক্তি ছাড়া
একাধিক ব্যক্তির ক্ষেত্রে তা তাদের অবদানের ওপর ভিত্তি করে নোবেল কমিটি
বণ্টন করে দেবে। এছাড়া প্রত্যেককে মেডেল প্রদান করা হবে। এক শতাব্দী আগে
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মহাকর্ষ তরঙ্গের অনুমান প্রমাণ করে পদার্থে
নোবেল পান তিন মার্কিনি- রেইনার ওয়েইজ, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থর্ন।
সাহিত্যে পুরস্কার গ্রহণ করবেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক ও
ছোটগল্পকার কাজুরো ইশিগুরো। দেহঘড়ির সন্ধান দিয়ে চিকিৎসাবিজ্ঞানে নোবেল
জিতেছেন তিন মার্কিন বিজ্ঞানী- জেফরি সি হল, মাইকেল রোজব্যাশ ও মাইকেল
ডব্লিউ ইয়ং।
এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন জেনেভাভিত্তিক সংস্থা
আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ প্রচারাভিযান (আইসিএএন)। অর্থনৈতিক
আচরণের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে অর্থনীতিতে নোবেল পেয়েছেন মার্কিন
অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার। বায়োলজিক্যাল বা জৈবিক অণুর প্রতিচ্ছবি
ধারণের কৌশল আবিষ্কার করে রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন,
সুইজারল্যান্ডের জ্যাকস ডুবোশেট, যুক্তরাষ্ট্রের জোয়াকিম ফ্রাংক ও
যুক্তরাজ্যের রিচার্ড হ্যান্ডারসন। সুইজারল্যান্ডের লুজানে বিশ্ববিদ্যালয়ের
জৈব রসায়ন বিভাগের অধ্যাপক ডুবোশেট গত সপ্তাহে বলেছেন, ‘বিজ্ঞান পুরুষদের
দ্বারা, পুরুষদের জন্যই তৈরি হয়েছে। এটি এখন পরিবর্তিত হচ্ছে। এজন্য সময়
প্রয়োজন। কিন্তু আপনারা ভবিষ্যতে দেখবেন নারীরাও বিজ্ঞানে আসছেন।’ রসায়নে
নোবেল জয়ী কিপ এস থর্ন বলেন, ‘আমি যখন ছাত্র ছিলাম সে সময়ের তুলনায়
বর্তমানে বিজ্ঞানে নারীদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগামে অংশগ্রহণের হার
বেড়েছে।’ বৃহস্পতিবার তিনি বলেন, ‘পরিবর্তন আসন্ন। কিন্তু নোবেল জয়ে নারীর
সংখ্যা বাড়ার বিষয়টি খুবই বিলম্বিত হচ্ছে।’ ১৯০১ সাল থেকে শুরু হওয়া এ
পুরস্কারের প্রতি ২০টির মধ্যে একটি পেয়েছেন কোনো নারী। রসায়নে ১৭৭ পুরুষের
বিপরীতে ৪ জন নারী, পদার্থে ২০৮ জনের মধ্যে ২ নারী, চিকিৎসায় ২১৪ পুরুষের
বিপরীতে ১২ নারী, শান্তিতে ১০৪ জন পুরুষের বিপরীতে ১৬ নারী এবং সাহিত্যে
১১৪ জন পুরুষের বিপরীতে ১৪ নারী নোবেল পুরস্কার পান। এছাড়া ১৯৬৯ সাল থেকে
দেয়া অর্থনীতিতে ৮০ জনের মধ্যে মাত্র একজন নোবেল পান।
No comments