বিএনপি স্থায়ী কমিটির বৈঠক সোমবার
জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৮টায় তার গুলশান কার্যালয়ে এ সভা হবে বলে যুগান্তরকে জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে ১০ মে ভিশন-২০৩০ নিয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিকাল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ,
জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দল, দেশি বিদেশি কূটনীতিক, বিশিষ্টজনসহ গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। রাজনীতিতে জড়িত নন এমন কয়েকজন বুদ্ধিজীবী, শিক্ষক ও আমলার নেতৃত্বে ‘ভিশন ২০৩০’ শীর্ষক রূপরেখার খসড়া চূড়ান্ত করা হয়। এরপর তা দলের প্রধান খালেদা জিয়াকে দেখানো হয়। এক বছর ধরে তারা এ কাজ করে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটিতে তা আলোচনার মাধ্যমে কিছু সংযোজন বিয়োজন করে চূড়ান্ত করা হবে।
No comments