ভেনিজুয়েলায় বিক্ষোভ দমনে অস্বীকৃতি নিরাপত্তা বাহিনীর
ভেনিজুয়েলায় সরকারবিরোধীদের ওপর নিপীড়ন চালাতে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য অস্বীকৃতি জানাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এসব সদস্যকে বন্দি করা হচ্ছে। খবর দ্য টেলিগ্রাফ ও সিএনএনের সমাজতান্ত্রিক দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা রাজধানীসহ সারা দেশ অচল করে দিয়েছে। আন্দোলন দমন করতে নির্মম নিপীড়ন চালাচ্ছে মাদুরো সরকার। এতে শুক্রবার পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত এবং ৭১৭ জনের বেশি আহত হয়েছেন। অর্ধেকই মারা গেছে কারাকাসে। নিহতদের মধ্যে চারজন কিশোরও রয়েছেন। কারাগারে নিক্ষেপ করা হয়েছে ১৫২ জনকে। দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেস অভিযোগ করেছেন, বিক্ষোভকারীদের ওপর নির্মম দমন-পীড়ন চালাতে অস্বীকৃতি জানানোর কারণে দেশটির নিরাপত্তা বাহিনীর ৮৫ সদস্যকে বন্দি করা হয়েছে। তিনি জানান, বন্দিদের স্বজনরা তাকে এ তথ্য দিয়েছেন। তবে নিরপেক্ষ সূত্র থেকে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি। দেশটিতে এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে ন্যাশনাল গার্ডের সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করছেন। গত সপ্তাহে নিরাপত্তা বাহিনী এক তরুণ বিক্ষোভকারীর ওপর সাঁজোয়া যান উঠিয়ে দেন।
ভাগ্যগুণে বেঁচে যান তিনি। শনিবার রাজপথে নারীদের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। এদিকে ভেনিজুয়েলার শিল্প শহর ভ্যালেন্সিয়ায় ব্যাপক লুটতরাজ চলছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। গুঁড়িয়ে দেয়া হল হুগো শ্যাভেজের মূর্তি : রয়টার্স জানায়, তেলসমৃদ্ধ জুুলিয়া রাজ্যে শুক্রবার সকালে একদল তরুণ বিক্ষোভকারী দেশটির প্রয়াত নেতা হুগো শ্যাভেজের প্রতিমূর্তি গুঁড়িয়ে দিয়েছেন। এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভিডিওতে দেখা যায় সালামরত এবং উত্তরীয় পরিহিত শ্যাভেজের মূর্তিটি উল্লাস সহকারে ভেঙে ফেলা হচ্ছে। এরপর সেটি রাস্তার পাশে ফেলে দেয়া হয়। পথচারীরা এ সময় নির্বাক দৃষ্টিতে এ দৃশ্য দেখছিলেন। বিরোধী দলের এমপি কার্লোস ভ্যালেরো এ ঘটনা সম্পর্কে বলেন, ছাত্ররা ঠিকই করেছেন। তারা বলছেন, শ্যাভেজ তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছেন। ২০১৩ সালে ক্যান্সারে মারা যান শ্যাভেজ।
No comments