'কাশ্মিরে সেনা পরিচালিত স্কুলে ভুল শিক্ষা দেয়া হচ্ছে'
ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের সেনা পরিচালিত স্কুলগুলোতে ছেলেমেয়েদের ভুল শিক্ষা দেয়া হচ্ছে। স্বাধীনতাকামী জোট হুরিয়ত কনফারেন্সের নেতা সৈয়দ আলি শাহ গিলানি এ কথা বলেছেন। কাশ্মিরের প্রচুর ছেলেমেয়ে সেনা পরিচালিত ওই সব স্কুলে যায়। আর সে কারণেই সেখানে তাদের যা শিক্ষা দেয়া হচ্ছে সে ব্যাপারে আপত্তি জানিয়েছেন তিনি। গিলানি বলেন, এসব স্কুলে গেলে ধর্ম ও সংস্কৃতির পথ থেকে সরে যাবে কাশ্মিরের শিশু-কিশোরেরা।
উপত্যকায় অভিভাবকদের উদ্দেশে গিলানি জানিয়েছেন, তারা যেন তাদের সন্তানদের ওই সব স্কুলে না পাঠায়। তিনি বলেন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এইভাবে হারাচ্ছি। সেনাদের এই ইনস্টিটিউট আমাদের ছেলেমেয়েদের ধর্মের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করছে। বাবা-মায়েরা যেন তাদের সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হয়।
No comments