মমতাকে চীন সফরের অনুমতি দিল না ভারত সরকার
চীন সফরে যাওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ওই সফরের জন্য তাকে ছাড়পত্র দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। মমতা ব্যানার্জিকে কুনমিং যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল চীন সরকার। ভারত সরকার তাতে রাজিও হয়ে যায়। কিন্তু বর্তমানে অরুণাচল প্রদেশসহ একাধিক বিষয় নিয়ে বেইজিংয়ের সঙ্গে ভারতের সংঘাত শুরু হয়েছে তার ফলেই ওই সফরের ব্যাপারে না করে দিল কেন্দ্র। ভারতের আইন অনুযায়ী দেশের কোনো মন্ত্রী, এমপি বা আমলা যদি বিদেশ সফরে যান তা হলে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগে। ইন্দিরা গান্ধীর সময়ে এনিয়ে একটি আইন পাশ করা হয়। তার পর থেকেই কেন্দ্রে অনুমতি নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমলা, এমপিরা বিদেশ সফরে গেছেন। ভারতের সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব যথেষ্টই।
এবিপির খবর অনুযায়ী, ভারত-চীন সংঘাতের আবহে মমতাকে কোনো রকম ফাঁদে ফেলতে পারে চীন। তাই মমতার সফরের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে সংঘাত বড় আকার ধারণ করছে। এছাড়া চীন-পাকিস্তান আর্থনৈতিক করিডোর নিয়েও ভারতের সঙ্গে চীনের তিক্ততা বেড়েছে। ফলে আগামী মাসে চিনে ওয়ান বেল্ট ওয়ান রোড শীর্ষক মেগা প্রকাল্পের সম্মেলন বাতিল করেছে ভারত। এরকম এক অবস্থাতেই মমতার সফরে না করে দিল ভারত সরকার।
No comments