ছেলেসহ বাড়ির মালিক আটক, ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রপুর গ্রামের গ্রামীণ ব্যাংকপাড়ার জঙ্গি অস্তানা থেকে বাড়িটির মালিক জহিরুল ইসলামসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোবাবার ভোরে ওই জঙ্গি আস্তানায় অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন- বাড়ির মালিকের ছেলে জসিম, ভাড়াটিয়া আলমগীর ও প্রতিবেশী আতিয়ার। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এসব তথ্য দেন। তিনি জানান, বাড়ির মালিক জহিরুল ইসলাম একজন ফুসকা ব্যবসায়ী।
এদিকে, বজ্রপুর গ্রামের গ্রামীণ ব্যাংকপাড়ার ওই জঙ্গি আস্তানার ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সকাল পৌনে ১০টার দিকে মহেশপুর উপজেলা প্রশাসন এ নির্দেশ দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে। বোমা ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছলে বাড়িটির ভেতর তল্লাশি চালানো হবে। এর আগে শনিবার রাত থেকেই ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
No comments