লালমনিরহাটে ৫০ টাকার জন্য প্রাণ গেল যুবকের
লালমনিরহাটে চলছে ভারতের ঘরোয়া ক্রিকেট আইপিএল খেলা নিয়ে জমজমাট জুয়ার আসর। আর সেই জুয়ার আসরে মাত্র ৫০ টাকার জন্য প্রাণ গেল সন্তোষ চন্দ্র সরকার (৩২) নামের এক যুবকের। তিনি একজন দিনমজুর। শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সন্তোষ সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলারচওড়া কদমতলা এলাকার কালীদাস চন্দ্রের ছেলে। ২ এপ্রিল রাত ১১টার দিকে বাড়ির পাশে একটি দোকানে টিভি সেটের সামনে ক্রিকেট খেলা দেখছিল সন্তোষ। এ সময় তার তলপেটে লাথি মারে বাজিতে হেরে যাওয়া নুরুজ্জামান নামের এক মাদ্রাসাছাত্র। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় নিহতের স্ত্রী সাধনা রানী। বাবা হারা তিন সন্তানকে নিয়ে কিভাবে সংসার চলবে সেই দুশ্চিন্তায় বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২ এপ্রিল রাত ১১টার দিকে নওদাবাস গ্রামের বাসিন্দা সন্তোষের বড় ভাই কার্তিক চন্দ্রের মুদি দোকানে প্রতিদিনের মতো আইপিএল খেলা দেখছিল স্থানীয়রা।
বরাবরের মতোই সেখানে চলছিল আইপিএল খেলার বল ও ওভারপ্রতি বাজি ধরা নিয়ে জুয়ার আসর। সে আসরে প্রতিবেশী নাজির হোসেনের ছেলে ও স্থানীয় ভোলার চর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র নুরুজ্জামান এক বলে ছক্কার বাজি ধরে দিনমজুর সন্তোষ চন্দ্রের সঙ্গে। আর সেই বাজিতে জয়ী হয় সন্তোষ। কিন্তু নুরুজ্জামান ওই বাজির ৫০ টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মাঝে কথাকাটিকাটি শুরু হয়। একপর্যায়ে নুরুজ্জামান সজোরে সন্তোষের তলপেটে লাথি মারে। এতে আহত সন্তোষকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়। পরে বৃহস্পতিবার আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সন্তোষের বড় ভাই কার্তিকও তার মুদি দোকান বন্ধ করে সটকে পড়েছেন। মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ক্রিকেট খেলা নিয়ে জুয়া খেলার বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম।
No comments