পাক ক্রিকেটে সার্কাস!
‘আমি ইমরান খানের সঙ্গে মিসবাহর তুলনা করতে গিয়ে কোনো রাজনৈতিক ইস্যু দাঁড় করাতে চাই না’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান ক্রিকেটের কিছুই বোঝেন না। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তি তারকা জাভেদ মিয়াঁদাদ। বড়ে মিয়ার এমন মন্তব্যের পর বোর্ড চেয়ারম্যান শাহরিয়া জানালেন, ‘মিয়াঁদাদ গ্রেট ক্রিকেটার, কিন্তু সে গ্রেট কোচ হওয়ার ধারায় ব্যর্থ ছিল।’ গত কয়েকদিন ধরেই বোর্ডের সঙ্গে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের দ্বন্দ্ব বিশ্ব ক্রিকেটে বিনোদনের রসদ জোগাচ্ছে। সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি শেষবারের মতো একটি ম্যাচ খেলে মাঠ থেকেই বিদায় নিতে চেয়েছিলেন। এমনকি বোর্ড চেয়ারম্যান শাহরিয়ারের কাছে এ ব্যাপারে অনুরোধও জানিয়েছিলেন। সেই সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আফ্রিদি। কিছুদিন আগেই আফ্রিদিকে বোর্ডের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দিতে চেয়েছিলেন শাহরিয়ার। তবে কিছুটা অভিমানের সুরেই আফ্রিদি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এখানেই শেষ নয়, শাহরিয়ার খান পাকিস্তানের বিদায়ী টেস্ট অধিনায়ক মিসবাহকে দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের চেয়েও ভালো অধিনায়ক হিসেবে চিত্রিত করেছেন। মিসবাহর ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘আমি ইমরান খানের সঙ্গে মিসবাহর তুলনা করতে গিয়ে কোনো রাজনৈতিক ইস্যু দাঁড় করাতে চাই না। ক্রিকেটের পরিসংখ্যানের ভিত্তিতে ইমরানের থেকে মিসবাহকে এগিয়ে রাখব।’ শাহরিয়ারের এমন মন্তব্যের পর মিয়াঁদাদ বলেছিলেন, ‘শাহরিয়ার ক্রিকেটের কিছুই বোঝেন না। তিনি মিথ্যাবাদী।’ মিয়াঁদাদের এমন মন্তব্যের পর মুখ খুলেছেন শাহরিয়ার। তিনি যোগ করেন, ‘মিয়াঁদাদ গ্রেট ক্রিকেটার। কিন্তু গ্রেটরা কখনও কোচ হিসেবে ভালো হতে পারে না। মিয়াঁদাদ কোচ হিসেবে কখনোই ভালো ছিল না। সে ব্যর্থ।’ ওয়েবসাইট।
No comments