ঝিনাইদহে আরেকটি 'জঙ্গি আস্তানা'র সন্ধান
ঝিনাইদহের সদর উপজেলায় 'জঙ্গি আস্তানা' সন্দেহে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট উপজেলার লেবুতলা গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখে। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার যুগান্তরকে এ তথ্য দেন। তিনি বলেন, 'আমরা বাড়িটি ঘিরে রেখেছি। সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট আসলে অভিযান শুরু হবে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।' এর আগে রোববার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রপুর গ্রামে একটি বাড়ি ঘিরে অভিযান চালালে দুই জঙ্গি নিহত হন। এ সময় জঙ্গিদের গুলিতে এক অতিরিক্ত পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। গত ২১ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ওই বাড়ি থেকে ২০ ড্রাম রাসায়নিক দ্রব্য, বিপুল পরিমাণ ইলেকট্রিক ডিভাইস, বোমা তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
No comments