অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব : জায়েদ খান
প্রথমবারের মতো সমিতির নেতৃত্বে এলেন। কীভাবে দায়িত্ব সামলাবেন?
আমি দীর্ঘদিন ধরেই আন-অফিসিয়ালি দায়িত্ব পালন করছি। সমিতির একজন সাধারণ সদস্য হিসেবে শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যেটা আগের নির্বাচিত কমিটির করার কথা ছিল। শিল্পীরাই আমার পরিবার। চলচ্চিত্রকে ভালোবেসে এখানে এসেছি। সুতরাং দায়িত্ব সামলাতে পারব বলে নির্বাচন করেছি এবং সবার ভালোবাসায় জয়ী হয়েছি। আশা করছি সবাইকে নিয়ে পথ চলতে পারব।
বিভিন্ন ধর্মীয় উৎসবে শিল্পীদের ভাতা প্রদান করার প্রতিশ্রুতি ইশতেহারে দিয়েছেন। কীভাবে সম্ভব এটা?
এটা আমরা বুঝেশুনেই বলেছি। আমরা বলেছি একটা ফান্ড গঠন করব এবং সেখান থেকেই সাধ্যমতো সবাইকে বিভিন্ন উৎসবে ভাতা প্রদান করে সহযোগিতা করব। তবে হ্যাঁ, এই ফান্ড গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
নেতৃত্বে আসার আগেও আপনি পাইরেসিসহ চলচ্চিত্রের বিভিন্ন অপরাধমূলক কাজের প্রতিবাদ করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে কী এ ধারা অব্যাহত থাকবে?
সাধারণ সদস্য হিসেবে থেকে যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারি, তাহলে সাধারণ সম্পাদক হিসেবে আরও বেশি করতে পারব। কারণ আগে নিজ তাগিদে চলচ্চিত্রকে ভালোবেসে করেছি। আর ভালোবাসার সঙ্গে দায়িত্বও যোগ হয়েছে। অবশ্যই চলচ্চিত্র থেকে সব অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। ষআনন্দনগর প্রতিবেদক
আমি দীর্ঘদিন ধরেই আন-অফিসিয়ালি দায়িত্ব পালন করছি। সমিতির একজন সাধারণ সদস্য হিসেবে শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যেটা আগের নির্বাচিত কমিটির করার কথা ছিল। শিল্পীরাই আমার পরিবার। চলচ্চিত্রকে ভালোবেসে এখানে এসেছি। সুতরাং দায়িত্ব সামলাতে পারব বলে নির্বাচন করেছি এবং সবার ভালোবাসায় জয়ী হয়েছি। আশা করছি সবাইকে নিয়ে পথ চলতে পারব।
বিভিন্ন ধর্মীয় উৎসবে শিল্পীদের ভাতা প্রদান করার প্রতিশ্রুতি ইশতেহারে দিয়েছেন। কীভাবে সম্ভব এটা?
এটা আমরা বুঝেশুনেই বলেছি। আমরা বলেছি একটা ফান্ড গঠন করব এবং সেখান থেকেই সাধ্যমতো সবাইকে বিভিন্ন উৎসবে ভাতা প্রদান করে সহযোগিতা করব। তবে হ্যাঁ, এই ফান্ড গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
নেতৃত্বে আসার আগেও আপনি পাইরেসিসহ চলচ্চিত্রের বিভিন্ন অপরাধমূলক কাজের প্রতিবাদ করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে কী এ ধারা অব্যাহত থাকবে?
সাধারণ সদস্য হিসেবে থেকে যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারি, তাহলে সাধারণ সম্পাদক হিসেবে আরও বেশি করতে পারব। কারণ আগে নিজ তাগিদে চলচ্চিত্রকে ভালোবেসে করেছি। আর ভালোবাসার সঙ্গে দায়িত্বও যোগ হয়েছে। অবশ্যই চলচ্চিত্র থেকে সব অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। ষআনন্দনগর প্রতিবেদক
No comments