সিরিয়ায় অবরুদ্ধ ৪ এলাকা থেকে লোকজনকে চলে যাওয়ার সুযোগ দিতে চুক্তি
সিরিয়ার
অবরুদ্ধ চার এলাকা থেকে লোকজনকে চলে যাওয়ার সুযোগ দিতে একটি চুক্তি হয়েছে।
মানবাধিকার বিষয়ক যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে
বলা হয়, ইরান ও কাতারের মধ্যস্থতায় করা এ চুক্তি অনুযায়ী সিরিয়ার
উত্তর-পশ্চিমাঞ্চলের সরকার নিয়ন্ত্রিত দুটি গ্রাম ফোয়াহ ও কাফ্রায়ার
বাসিন্দারা বাসে করে সেখান থেকে বেরিয়ে আসবে। এর বিনিময়ে দামেস্কের
উপকণ্ঠের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি এলাকা মাদায়া ও জাবাদানির লোকজনকে
নিরাপদে সরিয়ে নেয়া হবে। উল্লেখ্য, সিরিয়ার অবরুদ্ধ এ চারটি এলাকায় প্রায়
৬০ হাজার লোক বাস করে। লোকজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ করে দিতেই এ
চুক্তির ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়।
মঙ্গলবার রাত থেকে চুক্তিটি কার্যকর
হওয়ার কথা রয়েছে। চুক্তির আওতায় এসব এলাকা থেকে লোকজনকে চলে যাওয়ার সুযোগ
দিতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিন মাস আগে ফোয়াহ ও
কাফ্রায়া থেকে লোকজনকে সরিয়ে নেয়ার আগের প্রচেষ্টা বিদ্রোহীরা বাসে আগুন
ধরিয়ে দিয়ে ভন্ডুল করে দেয়। গত জানুয়ারিতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি সতর্ক
করে দিয়ে জানায়, অবরুদ্ধ এলাকাগুলোর পরিস্থিতি ‘খুবই ভয়ংকর।’ মানবাধিকার
কর্মীরা জানান, সেখানে খাদ্য ও প্রয়োজনীয় ওষধের অভাবে বেসামরিক নাগরিকদের
মৃত্যু হচ্ছে।
No comments