মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধান শুরু
আলোচিত
ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী
অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত
সংস্থা। আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালি উপজেলায়
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নয়জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করার বিষয়টি
জানানো হয়।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক
সানাউল হক খান বলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে
মুসা বিন শমসেরের বিরুদ্ধে আগেই তদন্ত শুরু হয়েছে। পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ
পেলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে। কবে নাগাদ প্রাথমিক তদন্ত শেষ
হবে, এ ব্যাপারে তিনি কিছু জানাননি। তিনি বলেন, এ ব্যাপারে পরবর্তী সময়ে
জানানো হবে।
No comments