দক্ষিণ চীন সাগরে এবার যুদ্ধ বিমান মোতায়েন চীন
দক্ষিণ
চীন সাগরে তৈরি কৃত্রিম দ্বীপে সামরিক প্রস্তুতি শেষ করতে চলেছে চীন এবং
যেকোনো সময়ে যুদ্ধ বিমান মোতায়েন করতে পারে তারা৷ সোমবার একটি বিবৃতিতে
এমনই জানিয়েছে মার্কিন প্রশাসন৷ ওয়াশিংটন সেন্টার ফর স্ট্র্যাটেজিক
অ্যান্ড ইন্টারন্যাশানল স্টাডিজের অন্তর্গত দি এশিয়া মেরিটাইম
ট্রান্সপারেন্সি ইনিসিয়েটিভ জানিয়েছে, কৃত্রিম দ্বীপগুলোতে সম্পূর্ণ
হয়েছে নৌ ও বিমান সুরক্ষা৷ এছাড়া বসেছে রাডার ও ডিফেন্স প্রযুক্তি৷ যদিও
আমেরিকার আনা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে চীন৷ তাদের পক্ষ থেকে জানান
হয়েছে, দক্ষিণ চীন সাগরে নেভিগেশন পদ্ধতিতে স্বচ্ছতা আনতেই প্রযুক্তি
ব্যবহার করছে তারা৷ একদিকে যখন সম্পদে পরিপূর্ণ দক্ষিণ চীন সাগরের অধিকার
নিয়ে মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনামের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার
দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক আদায় কাঁচ কলায়৷
তখন দক্ষিণ চীন সাগরে গভীর
থেকে নজরদারি চালানোর চীনের এই পদক্ষেপ ঝামেলা আরো চূড়ান্ত করবে বলেই মনে
করা হচ্ছে৷ যদিও চীনা প্রশাসনের পক্ষ থেকে এই প্লাটফর্মের নির্দিষ্ট
পজিশনের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি৷অনেক দিন ধরে দক্ষিণ চীন সাগরে
নিজেদের অধিকার ধরে রাখতে চাইছে চীন৷ এ জন্য নানা ধরনের পদক্ষেপও নিয়েছে
তারা৷ কখনো কৃত্রিম যুদ্ধ বিমান ঘাঁটি বানিয়ে, কখনো বা সেনা মহড়া চালিয়ে
সেই এলাকা নিজেদের দখলে রাখতে চাচ্ছে চীনারা৷ কারণ একটাই ওই অঞ্চলে
সমুদ্রের তলায় থাকা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভারকে নিজেদের
হস্তগত করা৷ দক্ষিণ চীন সাগরে শুধুমাত্র চীনের নয় ফিলিপাইন, ভিয়েতনাম,
মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ানেরও অধিকার রয়েছে বলে দেশগুলো দাবি করে
থাকে৷ অন্যদিকে পূর্ব চীন সাগরে অবস্থিত দ্বীপগুলির উপরে অধিকার দাবি করছে
জাপান৷
No comments