সৌদি আরবে তৈরি হচ্ছে চিকিৎসা নগরী
রিয়াদে
একটি চিকিৎসা নগরী তৈরির ব্যাপারে সোমবার সৌদি আরব ও জর্দানের মধ্যে
চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে রোগী ও চিকিৎসকদের জন্য চিকিৎসা ও
বাসস্থানের সুব্যবস্থা থাকবে। মঙ্গলবার সৌদি আরবের পক্ষ থেকে চুক্তিতে
স্বাক্ষরকারী খালেদ আল-জাওহার জানান, গাল্ফ কো-অপারেশন কাউন্সিল
(জিসিসি)-এর সদস্য রাষ্ট্রসমূহের চিকিৎসা সেবা বিশেষত শারীরিক অসুস্থতার
চিকিৎসার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এ প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। ১২
লাখ বর্গমাইল এলাকাজুড়ে এই চিকিৎসা নগরী নির্মিত হবে। এর প্রাক্কালন ব্যয়
ধরা হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। আল-জাওহার বলেন, ‘এই প্রকল্প
বাস্তবায়িত হলে আরো তিন হাজারের বেশি কর্মসংস্থান হবে ও বছরে এক লাখ ৭০
হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির আওতায়
তিনটি হাসপাতাল হবে। হাসপাতালগুলোকে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
এখানে ১ হাজার ১শ’ শয্যা থাকবে। এছাড়াও হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে হোটেল
থাকবে। সেখানে রোগী ও তার সঙ্গে আসা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের থাকা
খাওয়ার সুব্যবস্থা থাকবে।’ এই প্রকল্পটি সৌদি সরকারের রূপকল্প ২০৩০ এর একটি
অংশ। কারণ দেশটির সরকার দেশের স্বাস্থ্য সেবার ওপর গুরুত্বারোপ করছে।
মঙ্গলবার প্রাইভেট হসপিটালস অ্যাসোসিয়েশনের প্রধান ডা: ফওজি আল-হামোউরি
বলেন, ‘এই চিকিৎসা কমপ্লেক্সে সৌদি নাগরিক ও বিদেশী রোগীদের জন্য
আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও এখানে সৌদি তরুণদের
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ কমপ্লেক্সটিতে শারীরিক প্রতিবন্ধীদের
জন্য থেরাপি ও অন্যান্য চিকিৎসার জন্য ৬শ’ শয্যা রাখা হবে। ২৫০টি শয্যা
জনস্বাস্থ্য সেবা ও অন্যান্য রোগীদের জন্য বরাদ্দ রাখা হবে। কমপ্লেক্সটির
৫৬টি ভবনে ১২০টি শয্যাবিশিষ্ট একটি হোটেল ও ১২টি স্যুট, ২২৩টি পর্যটন ভিলা,
১৫২টি হোটেল ভিলা, ৪৪৮টি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হবে। এছাড়াও এখানে
একটি বাণিজ্যিক মল, বিনোদন কেন্দ্র ও ব্যয়ামাগার, বাগান ও মসজিদ থাকবে।
No comments