আতিয়া মহলের মালিক কে এই উস্তার আলী
সিলেটের
জঙ্গি আস্তানা 'আতিয়া মহল' নিয়ে যেমন আগ্রহ বেড়েছে মানুষের, তেমনি এর
মালিক ও তার সম্পর্কে ব্যাপক কৌতুহল দেখা গেছে। সিলেট সিটি কর্পোরেশনের ২৭
নং ওয়ার্ডের শিববাড়ির গোটাটিকর মৌজায় নির্মিত ৫ ও ৪ তলা দুটি ভবন নিয়ে
তৈরি আলোচিত আতিয়া মহল। স্থানীয় বন্দরঘাটের মৃত আসদ্দর আলীর ছেলে উস্তার
আলী এই মহলের মালিক। ১৯৫২ সালে জন্ম নেয়া উস্তার আলী ছিলেন সিলেট কাস্টমসের
আমদানি- রফতানি শাখার তৃতীয় শ্রেণীর কর্মচারী। ২০০৪ সালে তিনি প্রশাসনিক
কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরি থেকে অবসর নেন। উস্তার আলীর স্ত্রীর নাম
আতিয়া বেগম। তার নামেই নামকরণ করা হয় 'আতিয়া মহল'। উস্তার আলীর রয়েছে ছয়
ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে ইব্রাহিম আলী দীর্ঘ ১২ বছর ইংল্যান্ডে ছিলেন।
বর্তমানে দেশে ব্যবসা দেখাশোনা করেন। দ্বিতীয় ছেলে কাওসার আহমদ লেখাপড়া
শেষে কয়লা ব্যবসায় জড়িত।
তৃতীয় ছেলে ইকবাল আলী এমবিবিএস পাস করে চিকিৎসা
পেশায় জড়িত। সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে রয়েছে তার আতিয়া ট্রাভেলস নামে
ব্যবসা প্রতিষ্ঠান। এক সময়ে কুচাই ইউনিয়নের বাসিন্দা উস্তার আলী সরকারি
চাকুরি আর বিদেশ থেকে পাঠানো বড় ছেলের টাকায় স্বল্প মূল্যে সেখানকার
ক্ষেতের জমি ক্রয় করেন। এলাকাটি সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর
উস্তার আলীসহ অনেকেরেই ভাগ্য খুলে যায়। দুটি ভবন নিয়ে আতিয়া মহল গড়ে তুললেও
সেখানে তিনি থাকতেন না। পরিবার নিয়ে বসবাস করতেন বন্দরঘাটে পৈত্রিক ভূমিতে
নির্মিত দু'তলা বাড়িতে। সম্প্রতি আতিয়া মহলে শীর্ষ জঙ্গিদের অবস্থান
নিশ্চিত হয়ে আইনশৃংখলা বাহিনীর লোকজন অভিযান চালালে ভবনটি জঙ্গি আস্তানা
হিসেবে পরিচিত পায় দেশে-বিদেশে। এ মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী
পরিচালনা করে অপারেশন টোয়াইলাইট। অভিযানে এক মহিলাসহ চার জঙ্গি নিহত হয়।
No comments