লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলায় ৪ জনের ফাঁসি
লক্ষ্মীপুরের
কমলনগর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও ২০
হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক আসামিকে বেকসুর খালাস
দেয়া হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ
কে এম আবুল কাশেম এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি
অ্যাডভোকেট আবুল বাশার।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর
রাতে আসামি সানা উল্যাহ, মো.রহিম, মো. হারুন ও আবুল কাশেম ঘরে প্রবেশ করে
ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের পর পালিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায়
উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পাঁচ দিন পর তার জ্ঞান ফেরে। এ ঘটনায়
ধর্ষিতার স্বামী ওই বছর ২৮ ডিসেম্বর কমলনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
পরে ২০১৫ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দায়ের করে পুলিশ। প্রায় দুই বছর
পরে বুধবার এ মামলায় রায় ঘোষণা করা হল।
No comments