দুই জঙ্গি আস্তানার মালিক লন্ডন প্রবাসী
মৌলভীবাজারে
দুই জঙ্গি আস্তানার বাড়ির মালিক লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম।তিনি বাড়ি
দুটি ভাড়া দিয়ে গেছেন বলে জানান স্থানীয়রা। বুধবার ভোর সাড়ে ৫টা থেকে
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পৌরসভার বড়হাট ও সদর উপজেলার সরকার বাজার
এলাকার বাড়ি দুটি ঘিরে রেখেছে। এসময় দুই আস্তানা থেকেই জঙ্গিরা পর পর
কয়েকটি গ্রেনেড ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। জানা গেছে, এই দুই বাড়ির মধ্যে
দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বাড়ি দুটি লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের। দুটো
বাড়িই ভাড়া দেয়া।
কোনোটিতে মালিকপক্ষের কেউ থাকেন না। মৌলভীবাজারের পুলিশ
সুপার মোহাম্মদ শাহ জালাল যুগান্তরকে জানান, ওই দুই জঙ্গি আস্তানা ঘিরে
রাখার চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় বাহাদুরপুর গ্রামের একতলা বাড়িতে প্রবেশ
করতে চাইলে জঙ্গিরা র্যাব-পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুঁড়ে।
এদিকে পৌরসভার বড়হাটে দ্বিতল বাড়ি থেকেও জঙ্গিরা তিনটি গ্রেনেড ছোড়ে।
এরমধ্যে দুইটির বিস্ফোরণ হয়। একটি অবিস্ফোরিত রয়ে গেছে। জবাবে পুলিশও তাদের
লক্ষ্য করে গুলি ছুঁড়ে। দুটি আস্তানা কড়া নিরাপত্তায় ঘেরাও করে রাখা
হয়েছে। ভোর রাত থেকে কৌশলে এলাকাবাসীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান পুলিশ
সুপার।
No comments