ভারতে বিজেপি-শাসিত আরো ৪ রাজ্যে গোশতের দোকানে নিষেধাজ্ঞা
ভারতে
উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পর ৪ বিজেপি-শাসিত আরো ৪ রাজ্যে নিষেধাজ্ঞা জারি
করা হয়েছে বেআইনি কসাইখানার উপর। একইপথ অনুসরণ করতে চলেছে রাজস্থান,
উত্তরাখণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সরকার। শনিবার হরিদ্বারে ৩টি, রায়পুরে
১১টি ও ইন্দোরে একটি গোশতের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। জয়পুর পৌরসভা
নির্দেশ দিয়েছে, এপ্রিলের মধ্যে সমস্ত বেআইনি কসাইখানা বন্ধ করতে হবে। তার
জেরে বন্ধ হওয়ার মুখে ৪,০০০ বেআইনি গোশতের দোকানে। এই ৪,০০০ দোকানের মধ্যে
৯৫০টি বৈধ বলে গোশতবিক্রেতারা দাবি করলেও গত বছর ৩১ মার্চের পর আর তাদের
লাইসেন্স রিনিউ করেনি পৌর কর্তৃপক্ষ। পৌরসভাটির এক কর্মকর্তা জানিয়েছেন,
পৌরসভা লাইসেন্স রিনিউকরণের ফি ১০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করে দেওয়ায়
অনেকে আর তা করাননি। হরিদ্বারে অভিযান চালিয়ে দেখা গেছে, ৬টি গোশতের
দোকানের মধ্যে মাত্র ৩টির বৈধ লাইসেন্স রয়েছে। ছত্তিশগড়ের রায়পুরে ১১টি
বেআইনি গোশতের দোকানকে ৩ দিনের মধ্যে ঝাঁপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্ধ করা না হলে দোকানগুলো সিল করে দেওয়া হবে। গোশতবিক্রেতারা বর্জ্য
রাস্তার ধারে ফেলে পরিবেশে দূষণ ছড়াচ্ছেন বলে অভিযোগ। নিয়ম ভাঙায় ইন্দোরেও
একটি গোশতের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
No comments