হোসনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল
মধ্য রাতে বোমা হামলার পর আতঙ্ক ছড়ালেও সকালে নির্ধারিত সময়ের কিছু পর পূরান ঢাকার হোসনি দালান এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এ মিছিলে অংশ নিচ্ছেন। হোসনি দালান থেকে আজিমপুর হয়ে ধানমন্ডি যাবে মিছিল। নানা ধরণের যুদ্ধের অনুসঙ্গ, প্রতীকী তাজিয়া, নিশান নিয়ে শিয়া সম্প্রদায়ের লোকজন শরিক হয়েছেন মিছিলে। কারবালার নির্মম হত্যাকা- ও ইমাম হোসেন রা. এর শাহাদাতের শোকে কাতর ভক্তরা বুক চাপড়ে, পিঠে আঘাত করে শোক প্রকাশ করছেন। তারা বিভিন্ন ধরণের শোকের স্লোগান দিচ্ছেন। ইয়া হোসেন, হায় হোসেন বলে মাতম করছেন। এদিকে মোহাম্মদপুর থেকেও আরও একটি মিছিল বের করা হয়েছে। একইভাবে সারাদেশে শিয়া সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিল করে শোক প্রকাশ করছেন। হোসনি দালান থেকে বের হওয়া মিছিলকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। এদিকে বোমা হামলার পর ওই এলাকা পরিদর্শন করে পুলিশের আইজি একেএম শহিদুল হক জানিয়েছেন, পুলিশ এ হামলাকে জঙ্গি হামলা মনে করছে না। এটি পরিকল্পিত নাশকতা। যারাাই এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করা চেষ্টা করা হচ্ছে।
No comments