ভয়ঙ্কর ঝড়ের মধ্যে উড়ল প্লেন
২৬৬ কিলোমিটার গতিতে ধেয়ে আসা ঝড়ের সঙ্গে প্লেনের লড়াই। হ্যাঁ। ঠিক এমনটাই। আকাশে মেঘ কাটিয়ে কাটিয়ে উড়ছে উড়ো জাহাজ। হঠাৎ সামনে থেকে ধেয়ে আসছে ১৬৫ মাইল বেগের ঝড়। মেঘকে না হয় পাস কাটিয়ে নেওয়া যায়, কিন্তু কীভাবে এই রকম একটা প্রচণ্ড শক্তিশালী ও দ্রুত গতির ঝড়ের মোকাবিলা করবেন বিমান চালক? দেখুন সেই ভিডিও-
শুক্রবার ম্যাক্সিকোতে আছড়ে পড়ে হারিকেন প্যাট্রিসিয়া। আবহাওয়াবিদরা মনে করছেন সাম্প্রতিক কালের সবথেকে শক্তিশালী ঝড় গুলির মধ্যে হারিকেন প্যাট্রিসিয়া সবথেকে শক্তিশালী। WMO দাবি করছে, হারিকেন প্যাট্রিসিয়া ফিলিপিন্সের টাইফুন হাইয়ানের মতই শক্তিশালী। টাইফুন তাণ্ডবে ২০১৩ সালে ফিলিপিন্সে প্রায় ১০০০ মানুষের মৃত্যু হয়েছিল।
মেক্সিকোর রাষ্ট্রপতি বলেন, "হারিকেন প্যাট্রিসিয়া আমাদের কতটা ক্ষতি করল তা আন্দাজ করা সম্ভব নয়। এর আগেও আমরা ঝড়ের মোকাবিলা করেছি কিন্তু হারিকেন প্যাট্রিসিয়ার মত ভয়ংকর ঝড়ের সম্মুখীন হয়নি"। এই ঝড়ের কারণে মেক্সিকোতে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার ম্যাক্সিকোতে আছড়ে পড়ে হারিকেন প্যাট্রিসিয়া। আবহাওয়াবিদরা মনে করছেন সাম্প্রতিক কালের সবথেকে শক্তিশালী ঝড় গুলির মধ্যে হারিকেন প্যাট্রিসিয়া সবথেকে শক্তিশালী। WMO দাবি করছে, হারিকেন প্যাট্রিসিয়া ফিলিপিন্সের টাইফুন হাইয়ানের মতই শক্তিশালী। টাইফুন তাণ্ডবে ২০১৩ সালে ফিলিপিন্সে প্রায় ১০০০ মানুষের মৃত্যু হয়েছিল।
মেক্সিকোর রাষ্ট্রপতি বলেন, "হারিকেন প্যাট্রিসিয়া আমাদের কতটা ক্ষতি করল তা আন্দাজ করা সম্ভব নয়। এর আগেও আমরা ঝড়ের মোকাবিলা করেছি কিন্তু হারিকেন প্যাট্রিসিয়ার মত ভয়ংকর ঝড়ের সম্মুখীন হয়নি"। এই ঝড়ের কারণে মেক্সিকোতে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
No comments