কিবরিয়া হত্যা মামলা- আদালতে আজ হাজির করা হচ্ছে আরিফ ও গউছকে
সিলেটের
আদালতে হাজির করা হবে কারাগারে আটক সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত
হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জিকে গউছকে। বহুল আলোচিত
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আটক এ দুই বরখাস্ত হওয়া
মেয়রকে আজ রোববার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা
হবে। সিলেট আদালতে আসার আগে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ
আলোচিত এই মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সিলেট বিভাগীয় দ্রুত বিচার
ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২রা জুন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ
বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে
পাঠানো হয়েছিল। আলোচিত এই হত্যা মামলায় কারাগারে আটক রয়েছেন হবিগঞ্জ পৌর
মেয়র গউছ ও সিসিক-এর মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট বিভাগীয় দ্রুত বিচার
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাগর আহমদ জানান, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী
লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আটককৃতদের আদালতে হাজিরের জন্য
কারাগারে পিডব্লিউ প্রেরণ করা হয়েছে। এব্যাপারে সিলেটের বিভাগীয় দ্রুত
বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কিশোর কুমার কর
জানান, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা
মামলার পূর্ব নির্ধারিত তারিখ রয়েছে ২১শে জুন রোববার। তাই এ মামলায় আটক
সিসিক ও হবিগঞ্জের মেয়রকে আদালতে হাজির করা হবে। ২০০৫ সালের ২৭শে জানুয়ারি
হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক
অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী
লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা
আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ
সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের
করেন ।
No comments