পরকীয়ার জের চারজনকে কুপিয়ে হত্যা
জয়পুরহাটের
পাঁচবিবি উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে শাশুড়ি, শ্যালিকা ও ছেলেসহ চারজনকে
কুপিয়ে হত্যা করেছে এক ঘরজামাই। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে
উপজেলার ভিমপুর আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওই পরিবারের
ঘরজামাই সুমন হেম্ব্রমকে (৩৫) আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সময় ধারালো
চাপাতির আঘাতে তার স্ত্রী সিলভিয়া গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন সুমনের
শাশুড়ি সন্ধ্যা রানী হাসদা (৪৫), ছেলে সানী হেম্ব্রম (৬), শ্যালিকা তেরেজা
(২৩) ও ফুফাশ্বশুর মার্কেল (৫০)। পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় ১২ বছর
আগে পাঁচবিবি নওনা গ্রামের সুমন হেম্ব্রমের সঙ্গে একই উপজেলার ভিমপুর
গ্রামের ফনি মাস্টারের মেয়ের বিয়ে হয়। তাদের ৩ সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন
ধরে স্ত্রী সশিলা মার্ডির পরকীয়ার জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে
আসছিল। একপর্যায়ে শুক্রবার রাতে স্বামী-স্ত্রী আবারও ঝগড়া ও মারামারির ঘটনা
ঘটে। এ সময় শাশুড়িসহ অন্যরা এগিয়ে এলে সুমন শাশুড়ি সন্ধ্যা রানী হাসদা,
ছেলে সানী হেম্ব্রম, শ্যালিকা তেরেজা ও ফুফাশ্বশুর মার্কেলকে কুপিয়ে ও
গলাকেটে হত্যা করে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা
কামাল বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতককে হাতেনাতে আটক করেছে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রুবেল আহম্মেদ জানান, এ
বিষয়ে থানায় মামলা করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আসামিকে
জিজ্ঞাসাবাদ করা হবে।
No comments