বাংলাদেশ পরিস্থিতিতে গভীর উদ্বেগ যুক্তরাজ্যের
বাংলাদেশের
চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে বৃটিশ ফরেন
অ্যান্ড কমনওয়েলথ অফিস। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তাদের নজরে রয়েছে
উল্লেখ করে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের মন্ত্রী হুগো সোয়ার
জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ও দলগুলোর মুখোমুখি
সাংঘর্ষিক অবস্থানে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, এ অবস্থা
অব্যাহত থাকলে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাবে, যা
দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত করবে। চলমান সঙ্কট নিরসনে সকল রাজনৈতিক
দলকে কার্যকর ও গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। ডেমোক্রেটিক
ইউনিয়নিস্ট পার্টির এমপি সামি উইলসনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব
কথা জানান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্য রাজনৈতিক নেতাদের
প্রতি সরকারের হুমকি ও নির্যাতনের বিষয়ে সামি উইলসন এমপির প্রশ্নের জবাবে
মন্ত্রী জানান, গত ২০শে জানুয়ারি বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক
মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতের সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়াকে অবরুদ্ধ ও তার মানবাধিকার লঙ্ঘনের খবরে তার উদ্বেগের কথা
জানিয়েছেন। তিনি আরও বলেন, ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার ও ইইউ
রাষ্ট্রদূতরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে
বৈঠক করেন গত ১৪ই জানুয়ারি। এই বৈঠকে তারা বাংলাদেশে চলমান সহিংসতা এবং
গণতন্ত্রের পরিবেশ সংকুচিত হওয়ার বিষয়ে তাদের সম্মিলিত উদ্বেগের কথা
জানিয়েছেন। মন্ত্রী হুগো সোয়ার জানান, ১১ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার
কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ শেষে দেয়া বিবৃতিতে চলমান পরিস্থিতি শোচনীয় বলে
উল্লেখ করেছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। অংশগ্রহণমূলক রাজনৈতিক
প্রক্রিয়ার মাধ্যমে সব দলকে চলমান সঙ্কট সমাধানের আহ্বান জানান বৃটিশ ফরেন
অ্যান্ড কমনওয়েলথ অফিসের মন্ত্রী হুগো সোয়ার।
No comments