উদ্বোধন by মোস্তাক শরীফ
ধর্মযাজক
হিসেবে এক এলাকায় নতুন যোগ দিয়েছেন এক পাদ্রি। একদিন তার কাছে ফোন এলো
স্থানীয় কবরস্থান থেকে, এক ভদ্রলোকের শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করতে হবে।
তাকে জানানো হলো, এলাকায় নতুন সমাধিস্থল স্থাপন করা হয়েছে এবং সেখানে এটাই
প্রথম শেষকৃত্য। নতুন সমাধিস্থলের ঠিকানা জানতেন না পাদ্রি ভদ্রলোক, তবু
কাউকে জিজ্ঞেস না করে একাই একসময় হাজির হলেন অকুস্থলে। এতে প্রায় এক ঘণ্টা
দেরি হয়ে গেল তার। ওখানে গিয়ে দেখলেন, সদ্য খোঁড়া একটি গর্তের পাশে দাঁড়িয়ে
আছেন কয়েকজন মানুষ। বোঝাই যাচ্ছে, গর্তটি সবেমাত্র মাটি দিয়ে বুজে দেওয়া
হয়েছে। পাদ্রি বুঝলেন, সমাধির কাজটি হয়ে গেছে এবং সম্ভবত বেশির ভাগ
দর্শনার্থীও চলে গেছেন। তিনি লোকগুলোর কাছে গিয়ে বললেন, 'দুঃখিত, আমার বেশ
দেরি হয়ে গেল। তবে আপনারা যেহেতু এখনও আছেন সেহেতু আমি দ্রুত কিছু ধর্মীয়
আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।' এই বলে তিনি বুজে দেওয়া গর্তটির পাশে দাঁড়িয়ে
প্রার্থনা বাণী উচ্চারণ করতে শুরু করলেন। লোকগুলোও মাথা নিচু করে তার পাশে
দাঁড়িয়ে রইল। দীর্ঘ সময় নিয়ে প্রার্থনা বাণী পাঠের কাজটি করলেন তিনি। তারপর
সবাইকে ধন্যবাদ দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালেন। বেরিয়ে যাওয়ার মুখে হঠাৎ
তার কানে এলো উপস্থিত লোকগুলোর মধ্যে একজনের কথা, 'ভাই আজ ২০ বছর ধরে
পানির ট্যাংক বসাচ্ছি, কিন্তু ট্যাংক উদ্বোধনের এ সিস্টেম আর কোথাও
দেখিনি!'
No comments