জামায়াতের সঙ্গে জোট নির্বাচন ও আন্দোলনভিত্তিক: ফখরুল
বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ্বাস করে না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিএনপিকে জঙ্গিবাদী ও মৌলবাদী বানানোর চেষ্টা করছে। সন্ত্রাসী ও জঙ্গিবাদ আওয়ামী লীগ সরকারের সময় উত্থান হয়েছিলো উল্লেখ করে তিনি আরো বলেন, “জঙ্গিনেতা শায়খ আব্দুর রহমান আওয়ামী লীগের শীর্ষ নেতার নিকটাত্মীয়। বিএনপি সরকার জঙ্গিদের ধরে বিচার করেছে।” মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে স্থানীয় টাউন হলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, “গত ৫ জানুয়ারির প্রহসন ও তামাশার নির্বাচন নিয়ে বিএনপি যে অভিযোগ করে আসছে তার প্রমাণ পেয়েছে দেশবাসী। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের খোলশ উন্মোচন করে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।” দেশ বিদেশে ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, “শনিবারও ভারতীয় কুটনৈতিকরা নির্বাচন নিয়ে নানা মন্তব্য করেছেন।” তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলগুলোকে নিয়ে জাতীয় নির্বাচনের দাবি জানান। অন্যথায় বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলন কর্মসুচির মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান মিয়া, আলমগীর সরকার, বিলকিস ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী ও সৈয়দপুর জেলা বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন সরকার বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জামায়াতের সঙ্গে বিএনপির জোট নির্বাচন এবং আন্দোলনভিত্তিক। অতীতে আওয়ামী লীগও জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছিল মন্তব্য করে তিনি আরও বলেন, “১৯৯৫ সালে আওয়ামী লীগ জামায়াতকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলো।”
No comments