মোদি নিজে ঘুমান না, মন্ত্রীদেরকেও ঘুমোতে দেন না
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের ধরনের ভূয়সী প্রশংসা করেছেন ইউনিয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছেন, মোদি নিজে ঘুমান না, আমাদেরকেও ঘুমোতে দেন না। গতকাল হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন কেন্দ্রীয় নগর উন্নয়ন ও পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী নাইডু। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নাইডু বলেন, আমি সকালে বলছিলাম আমাদের প্রধানমন্ত্রী ঘুমান না, অন্যদেরকেও ঘুমোতে দেন না। তিনি বলেন, তবে বিষয়টি আমরা উপভোগ করছি। কারণ, জনগণের জন্য কাজ করা, সাধারণ মানুষের জীবনের উন্নয়নের জন্য কাজ করা জীবনের সবচেয়ে আনন্দের বিষয়। কিছুদিন আগে মন্ত্রিসভার কয়েকজন সদস্য বলেছিলেন, ভারতের প্রত্যেককে একটি ব্যাংক অ্যাকাউন্টের অধিকারী করার লক্ষ্য অর্জনে ৫ বছর সময় প্রয়োজন। প্রধানমন্ত্রী মোদির বক্তব্য ছিল, ১ বছরের মধ্যেই এ লক্ষ্য পূরণ করা উচিত। নাইডু বলেন, ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’ চালুর ৭ সপ্তাহের মধ্যেই আরও ৬ দশমিক ৯৯ কোটি মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। এর আগে ভারতের ৫৮ শতাংশ জনগণ যাদের অধিকাংশই গ্রামে বাস করেন, তাদের কোন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না।
No comments