বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত ও মিয়ানমারকে নিয়ে পর্যটন অঞ্চল গড়তে চায় ত্রিপুরা
বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত ও মিয়ানমারকে সংযুক্ত করে একটি পর্যটন অঞ্চল গড়ে তুলতে চায় ত্রিপুরা। এমন মনোভাব ব্যক্ত করেছেন ত্রিপুরার পর্যটন বিষয়ক মন্ত্রী রতন ভৌমিক। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। তিনি বলেছেন, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে একটি পর্যটন অঞ্চল গড়ে তোলার বিষয় চিন্তা করা উচিত। কারণ, এতে এ অঞ্চলের ঐতিহাসিক স্থানগুলো আরও জনপ্রিয় হয়ে উঠবে। শনিবার রাতে তিনি চার দিনের পর্যটন রোড শো ‘মৈত্রী টুরিজম-২০১৪ উদ্বোধন করেন। এ সময় তিনি আরও বলেন, এই তিনটি অঞ্চলে রয়েছে আঞ্চলিক সহযোগিতা। এখন সময় এসেছে আমাদের চিন্তাভাবনা করার। এ দিনটি দেশ বা অঞ্চলকে কেন্দ্র করে গড়ে তোলা উচিত পর্যটন এলাকা। এর মাধ্যমে এ অঞ্চলের জনগণের মধ্যে গড়ে উঠবে সুসম্পর্ক। তাতে উন্নয়ন হবে আঞ্চলিক পর্যায়ে। বর্তমানে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে অত্যন্ত আন্তরিক। এ অবস্থাকে কাজে লাগিয়ে আমাদের উচিত বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন খাত উন্নত করা। যৌথভাবে ওই রোড শো আয়োজন করে ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন, বাংলাদেশ ফাউন্ডেশন ফর টুরিজম ডেভেলপমেন্ট ও বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন।
No comments