আসিফ আদনানের জামিন স্থগিত
সাবেক বিচারপতির ছেলে ও জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেফতার হওয়া আসিফ আদনানের হাইকোর্টের দেয়া জামিন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ জামিন আদেশ স্থগিত করেন। একই সঙ্গে ওই সময়ের মধ্যে হাইকোর্টের জারি করা রুলের নিষ্পত্তি করতেও বলা হয়েছে। আদনানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ। অন্যদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন- অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। এর আগে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে এক আবেদনের শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। গত সেপ্টেম্বরের শেষ দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে আসিফসহ দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর ডিবি দাবি করে, ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জন্য কর্মী সংগ্রহ করতে যুক্তরাজ্যপ্রবাসী এক বাংলাদেশি ছয় মাস ধরে এ দেশে অবস্থান করছেন। ওই দুজন গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
No comments