সিলেট বিভাগে হরতাল চলছে
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম বাদ দেয়ার দাবিতে আজ সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় হরতাল চলছে। সন্ধ্যা ৬টায় হরতাল শেষ হবে। ‘আমরা সিলেটবাসী’ নামের একটি সামাজিক সংগঠন এ হরতালের ডাক দিয়েছে। সিলেট জেলা ও মহানগর বিএনপি এ হরতালের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে।
হরতাল চলাকালে নগরীর জল্লারপার ও লোহারপাড়ায় কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাংচুরের খবর পাওয়া গেছে। নগরীতে বিক্ষিপ্তভাবে হালকা যানবাহন চলাচল করছে। সিলেট থেকে দূরপাল্লার যান ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, হরতালের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
আমরা সিলেটবাসীর আহ্বায়ক আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে সর্বাতœক হরতাল পালনের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
হরতাল চলাকালে নগরীর জল্লারপার ও লোহারপাড়ায় কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাংচুরের খবর পাওয়া গেছে। নগরীতে বিক্ষিপ্তভাবে হালকা যানবাহন চলাচল করছে। সিলেট থেকে দূরপাল্লার যান ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, হরতালের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
আমরা সিলেটবাসীর আহ্বায়ক আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে সর্বাতœক হরতাল পালনের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
No comments