নেপোলিয়নের হ্যাট নিলামে
নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত দ্বিকোণবিশিষ্ট হ্যাটের একটি রোববার প্যারিসে নিলামে উঠেছে। বীরের পশমে তৈরি কালো এ হ্যাটের মূল্য তিন থেকে চার লাখ ইউরো। কিন্তু এটি ২০ লাখ ইউরেতে বিক্রি হতে পারে বলে তার স্মারক দেখতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন। ফরাসি নিলামকারী প্রতিষ্ঠান ওসেনেতের আয়োজনে এ নিলামে আরও আছে নেপোলিয়নের ব্যবহৃত মোজা, একটি স্কার্ফ ও একটি শার্ট। হ্যাটটি নেপোলিয়নের প্রাসাদের কর্মচারী জোশেফ গিরাদের পরিবারের জিম্মায় ১৯২৬ সাল পর্যন্ত ছিল। পরে এটি প্রিন্স লুইয়ের সংগ্রহে চলে যায়। নেপোলিয়ন ১৮০৪ থেকে ১৮১৪ সাল পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন। পরে ১৮১৫ সালে আবারও তিনি ক্ষমতাসীন হন। কথিত আছে এ সময় তিনি ১২০টি হ্যাট পরতেন। এসব হ্যাট তৈরি করত ফ্রান্সের হ্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান পৌপার্ড। নেপোলিয়ন সামনে পেছনের বদলে এসব হ্যাট দুই কোণ দুদিকে দিয়ে পরতেন। ফলে যুদ্ধক্ষেত্রে তাকে সহজেই শনাক্ত করা সম্ভব হতো।
তার পরিহিত এসব হ্যাটের ২০টি এখনও রয়েছে। দু-তিনজন ব্যক্তি বিশেষের কাছে থাকলেও বাদবাকিগুলো বিশ্বের নানা জাদুঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তার পরিহিত এসব হ্যাটের ২০টি এখনও রয়েছে। দু-তিনজন ব্যক্তি বিশেষের কাছে থাকলেও বাদবাকিগুলো বিশ্বের নানা জাদুঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
No comments