কলম্বিয়ায় জেনারেল রুবেন দারিও অপহৃত
কলম্বিয়ায় জেনারেল রুবেন দারিও আলজাতকে অপহরণ করেছে ফার্ক বিদ্রোহীরা। রোববার বিকেলে মোটরচালিত নৌকায় করে নদীতে বেড়ানোর সময় তাকে অপহরণ করা হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, জেনারেল রুবেনকে উদ্ধারের জন্য ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, ফার্ক বিদ্রোহীরা তাকে অপহরণ করেছে।
জেনারেল রোবেন ছাড়াও আরো দুজন বেসামরিক লোককেও গতকাল অপহরণ করা হয়েছে।
রোববার বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলে একটি এনার্জি প্রজেক্ট পরিদর্শনে গিয়েছিলেন রোবেন।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল কার্লোস তার টুইটার বার্তায় বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল রুবেন আলজেটকে ‘অপহরণ’ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রতিরক্ষা মন্ত্রী জুয়ান কার্লোস পিনজনকে ঘটনা তদন্তে কুইবোর চোকো শহরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অপহরণকারীদের (লক্ষণ দেখে মনে হচ্ছে ফার্ক বিদ্রোহীরা জড়িত) যত দ্রুত সম্ভব তাকে নিরাপদে ও সুস্থ অবস্থায় মুক্তি দেয়ার আহবান জানাচ্ছি।’
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুইদো এলাকায় থাকা স্থল বাহিনীর সঙ্গে ওই জেনারেলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকায় বামপন্থী ফার্ক বিদ্রোহীরা সক্রিয় রয়েছে।
কলম্বিয়ায় ১৯৬৪ সালে গেরিলা সংগঠনটি গঠিত হয়। সংগঠনটির এখন প্রায় আট হাজার যোদ্ধা রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, জেনারেল রুবেনকে উদ্ধারের জন্য ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, ফার্ক বিদ্রোহীরা তাকে অপহরণ করেছে।
জেনারেল রোবেন ছাড়াও আরো দুজন বেসামরিক লোককেও গতকাল অপহরণ করা হয়েছে।
রোববার বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলে একটি এনার্জি প্রজেক্ট পরিদর্শনে গিয়েছিলেন রোবেন।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল কার্লোস তার টুইটার বার্তায় বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল রুবেন আলজেটকে ‘অপহরণ’ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রতিরক্ষা মন্ত্রী জুয়ান কার্লোস পিনজনকে ঘটনা তদন্তে কুইবোর চোকো শহরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অপহরণকারীদের (লক্ষণ দেখে মনে হচ্ছে ফার্ক বিদ্রোহীরা জড়িত) যত দ্রুত সম্ভব তাকে নিরাপদে ও সুস্থ অবস্থায় মুক্তি দেয়ার আহবান জানাচ্ছি।’
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুইদো এলাকায় থাকা স্থল বাহিনীর সঙ্গে ওই জেনারেলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকায় বামপন্থী ফার্ক বিদ্রোহীরা সক্রিয় রয়েছে।
কলম্বিয়ায় ১৯৬৪ সালে গেরিলা সংগঠনটি গঠিত হয়। সংগঠনটির এখন প্রায় আট হাজার যোদ্ধা রয়েছে।
No comments