প্যারিসে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণাঞ্চলে
ট্রেন দুর্ঘটনায় ছয়জন মারা গেছে। আহত হয়েছে ৩০ জন। গত শুক্রবার প্যারিস
থেকে লিমোজগামী একটি যাত্রাবাহী ট্রেন লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে।
তবে
কেন লাইনচ্যুত হয়েছে, তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রেডেরিক কুভিলিয়ার দাবি করেছেন, মানুষের ভুলে নয়, যান্ত্রিক কোনো ত্রুটির
কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তিনটি পৃথক তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ৩৮৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্যারিস থেকে দক্ষিণাঞ্চলীয় লিমোস শহরের দিকে যাত্রা শুরু করে। স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ট্রেনটি হঠাৎ করে লাইনচ্যুত হয়ে যায়। ট্রনটি প্যারিসের উপকণ্ঠের একটি স্টেশনের প্লাটফর্মে ঢুকে পড়ে। এতে ছয়টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। সূত্র : বিবিসি।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ৩৮৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্যারিস থেকে দক্ষিণাঞ্চলীয় লিমোস শহরের দিকে যাত্রা শুরু করে। স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ট্রেনটি হঠাৎ করে লাইনচ্যুত হয়ে যায়। ট্রনটি প্যারিসের উপকণ্ঠের একটি স্টেশনের প্লাটফর্মে ঢুকে পড়ে। এতে ছয়টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। সূত্র : বিবিসি।
No comments